রমূয-ই-বেখূদী কাব্যগ্রন্থ পিডিএফ ডাউনলোড ৷ আল্লামা ইকবাল

রমূয-ই-বেখূদী
rumuz_e_bekhudi_allama_iqbal_pdf download

পিডিএফ বুকঃ রমূয-ই-বেখূদী
অনুবাদকঃ ফখরুল আহমদ
প্রকাশনীঃ আল্লামা ইকবাল সংসদ
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
রমূয-ই-বেখূদী বইয়ের সরাসরি পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, আপনি চাইলে অনলাইনেও পড়তে পারেন ৷ বইটি ডাউনলোড করতে সমস্যা হলে, দয়া করে জানাবেন ৷
রমূয-ই-বেখূদী গ্রন্থের ভূমিকা

আল্লামা মুহাম্মদ ইকবাল একজন বিখ্যাত দার্শনিকই ছিলেন না, কবি হিসাবে ও বিশ্ব-সাহিত্য তার স্থান ছিল প্রথম সারিতে ৷ ইকবালের কবিতায় যেমন ইসলামের জাগরণী বাণী রূপ লাভ করেছে, তেমনি খূদী-দর্শনের মাহাত্ম্য ব্যাখ্যায়ও ইকবালের জুড়ি নেই ৷

ইকবালের খূদী-দর্শনে ব্যক্তিত্বের মহত্তম বিকাশ কামনা করা হয়েছে; আর তা হয়েছে বলেই মহৎ ব্যক্তির পাশাপাশি এক মহৎ সমাজ পরিবেশও সেখানে কল্পনা করা হয়েছে ৷ তাই ইকবালের খুদি দর্শন এ যেমন ব্যক্তিত্বের বিকাশ কামনা করা হয়েছে, তেমনি মহৎ সমাজ সৃষ্টির প্রয়োজনে খোদপরস্তির অবলুপ্তিও কামনা করা হয়েছে ৷

আল্লামা ইকবালের সৃষ্টি সম্ভারের দুখানি অমর গ্রন্থ আসরারে খূদী (ব্যক্তির রহস্য) এবং 'রুমূয-ই-বেখূদী' (আত্মবিলুপ্তির রহস্য) এ কারণেই ইকবালের খূদী দর্শনের দু'টি অবিচ্ছেদ্য দিকের প্রতিনিধিত্ব করে ৷

কবির "আসরারে খূদী' গ্রন্থ সৈয়দ আব্দুল মান্নান কর্তৃক অনূদিত হয়ে এককালে যেসব বাংলাভাষী সুধী সমাজে যথেষ্ঠ আলোড়ন সৃষ্টি করেছিল, তার 'রুমূয-ই-বেখূদী' বর্তমান অনুবাদ গ্রন্থও তেমনি সুধী মহলের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল ৷

পাঠক ও স্বেচ্ছাসেবক দলের কেউ যদি কষ্ট করে এই কিতাব সম্পর্কে ভূমিকা লিখে দেন, আশা করি সবাই উপকৃত হতে পারবো ৷ যে-কেউ এই কিতাব সম্পর্কে ভূমিকা লিখে দিবে তা এই ব্লগ, ওয়েবসাইট ও আমাদের এন্ড্রয়েড অ্যাপে প্রকাশ করা হবে ৷ সেই সাথে যে লিখবে তার নামও প্রকাশ করা হবে, জাযাকাল্লাহ্ ৷ নিচের গুগোল ড্রাইভ লিংক থেকে বইটি ডাউনলোড করে, ভূমিকা লিখে পাঠান এই ঠিকানায় kamalahmedbagi@gamil.com, ০১৭১৫-৬৫৮১৪২