শেকওয়া এবং জওয়াবে শেকওয়া পিডিএফ ডাউনলোড ৷ আল্লামা ইকবাল

শেকওয়া এবং জওয়াবে শেকওয়া
পিডিএফ বুকঃ শেকওয়া এবং জওয়াবে শেকওয়া
লেখকঃ ডক্টর ইকবাল
প্রকাশনীঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
শেকওয়া এবং জওয়াবে শেকওয়া বইয়ের সরাসরি পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, আপনি চাইলে অনলাইনেও পড়তে পারেন ৷ বইটি ডাউনলোড করতে সমস্যা হলে, দয়া করে জানাবেন ৷
শেকওয়া এবং জওয়াবে শেকওয়া গ্রন্থের ভূমিকা

আল্লামা ইকবাল (রহ,) আজ আর বাঙ্গালীদের কাছে অপরিচিত নন ৷ ইকবাল স্বভাব কবি ছিলেন ৷ তার পূর্ব পুরুষগণ আরব-বংশোদ্ভূত ৷ তাই তিনি তার কবিতায় হেজাজের বিষয় ভুলতে পারেননি ৷ তিনি উর্দু এবং আরবি ভাষায় অনেকগুলো কিতাব রচনা করেছেন তন্মধ্যেঃ শেকওয়া এবং জওয়াবে শেকওয়া, বাঙ্গে দেরা, বালে-জিব্রাইল, জরবে কলীম ইত্যাদি ৷

চীন ও আরব হামারা, হিন্দুস্তা হামারা, হিন্দুস্তানি মুসলমানদের মহা প্রিয় ৷ তিনি বিগত ১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহ…) মৃত্যুর অন্তত ৮ মাস আগে আমি তার শেকওয়া এবং জওয়াবে শেকওয়া বঙ্গানুবাদ করতে তার অনুমতি চাইলাম ৷ তিনি অনুমতি দেয়ার পাশাপাশি দোয়াও করেছিলেন যেন এই অনুবাদও সত্যের ন্যায় সমাজে বহুল প্রসার লাভ করে ৷

আমি প্রথমতঃ শেকওয়া অনুবাদ করেছিলাম যা তাঁর মৃত্যুর পর চট্টগ্রাম মুসলিম হলে অনুষ্ঠিত তার শোকসভায় মৌং আবুল বশর, মুহাম্মদ সুলতান আলম এম,এ কর্তৃক পাঠ করা হয়েছিলো ৷ শ্রোতাদের অনুরোধে এ, বি, রেলওয়ের (তখনকার) ডি, টি, এস, মিঃ মোজাফফর আহমদ সাক্বী সাহেব ও মৌলভী রফিউদ্দিন সিদ্দিকী প্রমুখ মহত্নাগণ তার ২০ হাজার কপি ছেপে বিনামূল্যে বিতরণ করতে আমার অনুমোদন গ্রহণ করেন ৷

তারপর জওয়াবে শেকওয়া অনুবাদ করি ৷ কিন্তু যুদ্ধ-বিগ্রহের কারণে কাগজের অভাবে নতুন সংস্করণ প্রকাশের সুযোগ হয়নি ৷ ১৯৪৬ সালে স্বগ্রামের নাজির ফ্যামিলির বিদ্যোৎসাহী মিয়া মাহমুদুল হক সাহেব কোলকাতায় পূর্ণ সংস্করণ প্রকাশ করতে চেষ্টা করলেও কাগজের অভাবে পারেননি ৷

আল্লার কাছে শুকরিয়া যে আজ তোদিও প্রিয় ছাত্র জামে মসজিদের কার্য নির্বাহক কমিটির সুযোগ্য সেক্রেটারি, নিঃস্বার্থ কর্মী, সমাজ ও জাতিগত প্রাণ ফখরুল মোহাদ্দেছীন মৌলানা মাহমুদুর রহমান সাহেব এই জনপ্রিয় অনুবাদ প্রকাশ করেন ৷

আশা করি বাংলার মুসলমান এই অনুবাদ পাঠে বিশেষ উপকৃত হবেন এবং অনুবাদক ও প্রকাশককে দোয়া করতে ভুলবেন না ৷ এই অনুবাদে আসলের ঝঙ্কার ও মৌলিকত্ব রক্ষার চেষ্টা করা হয়েছে ৷ তবে কতদূর সফল হয়েছি, তা পাঠকের বিবেচনার উপর নির্ভর করে ৷