পিডিএফ বুকঃ | হাদিস শরীফ |
লেখকঃ | মাওলানা আবদুর রহীম (রহঃ) |
প্রকাশনাঃ | খায়রুন প্রকাশনী |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
বাংলা হাদিস ডাউনলোড, সেরা বাংলা হাদিস, হাদিস শরীফ সম্পর্কে
ইসলামী জীবন ব্যবস্থার অবয়ব নির্মাণে হাদিস এক গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারী ৷ কুরআনের নির্দেশাবলীর মর্মার্থ অনুধাবন এবং বাস্তব জীবনে উহার যথার্থ অনুশীলনে হাদিসের প্রত্যক্ষ সহযোগিতা একান্ত পরিহার্য ৷ এ কারণেই যুগে যুগে দেশে দেশে হাদীস সংকলন, অনুবাদ ও বিশ্লেষণের উপর সমাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে ৷ সময়ের চাহিদা মোতাবেক হাদীসের বিন্যাস ও ভাষ্য রচনার দুরূহ কাজও অনেক মনীষী সম্পাদনা করেছেন ৷ বাংলা ভাষায় হাদিসের কিছু কিছু প্রাচীন গ্রন্থের অনুবাদ হলেও, উহার উপযোগী বিন্যাস ও ভাষ্য রচনার কাজটি প্রায় উপেক্ষিত ছিল দীর্ঘকাল যাবত ৷ ফলে এতদঞ্চলে সাধারণ দ্বীনদার লোকেরা এসব অনুবাদ পড়য়া খুব বেশি উপকৃত হইতে পারিতেন না ৷ ইহা হইতে প্রয়োজনীয় নির্দেশনা লাভও অনেকের পক্ষে সম্ভবপর হইতো না ৷
আরো ইসলামি ই-বুক ডাউনলোড করুন
বেহেশতী জেওর pdf
আদিল্লাতুল হানাফিয়্যাহ ইসলামী ফিকহ
কালজয়ী আদর্শ ইসলাম পিডিএফ
সৌভাগ্যক্রমে একালের মহান ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক হযরত মাওলানা আব্দুর রহিম (রহঃ) সুদীর্ঘ প্রায় ২৫ বছর ব্যাপী অশেষ সাধনা বলে “হাদীস শরীফ” নামক গ্রন্থমালা প্রণয়ন করে, বাংলা ভাষা-ভাষী মুসলমানদের দীর্ঘকালের এক বিরাট অভাব পূরণ করিয়াছেন ৷ এই গ্রন্থে তিনি হাদিসের বিশাল ভান্ডার হইতে অতি প্রয়োজনীয় হাদিস সমূহ চয়ন করিয়া একটি নির্দিষ্ট ধারা-ক্রমে অনুসারে সাজাইয়া দিয়েছেন ৷ এক্ষেত্রে আগা-গোড়ায় তিনি ইসলামের মৌল-বৈশিষ্ট্যের পাশাপাশি আধুনিক মন মানুষের চাহিদার প্রতিও লক্ষ্য রাখিয়াছেন ৷
ইহাতে সন্নিবেশিত হাদিস সমূহের তিনি শুধু প্রাঞ্জল অনুবাদ ও যুগোপযোগী ব্যাখ্যা করিয়াই ক্ষান্ত হন নাই বরং ইহার আলোকে প্রাসঙ্গিক বিধি-বিধান গুলি অতি চমৎকারভাবে বিবৃত করিয়াছেন ৷ এই দিক দিয়া তিনি একই সঙ্গে মুহাদ্দিস ও মুজতাহিদ উভয়ের দায়িত্বই অতি নিপুণভাবে পালন করিয়াছেন ৷ “হাদীস শরীফ” নামক এই গ্রন্থ মালার প্রণয়নের কাজ তিনি শুরু করিয়াছিলেন ষাটের দশকের গোড়ার দিকে ৷
বিঃদ্রঃ এ বইটি মোবাইল ও কম্পিউটারে পড়তে চাইলে নিচের প্রথম বাটনে ক্লিক করে পিডিএফ কপি ফ্রি ডাউনলোড করুন ৷ এছাড়া মূল কপি পেতে চাইলে দ্বিতীয় বাটনে ক্লিক করে “রকমারী” নামক অনলাইন শপ থেকে ৳203 টাকায় বইটি অর্ডার করতে পারেন ৷ বইয়ের মূল কপি আপনার ঠিকানায় পাঠাবে, বইটি হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা দিন!