রিয়াদুস সালেহীন সকল খন্ড PDF Download

রিয়াদুস সালেহীন ২য় খন্ড pdf download riyadus salihin bangla pdf
riyadus salihin bangla, salihin hadith
পিডিএফ বুকঃ রিয়াদুস সালেহীন
লেখকঃ মুহিউদ্দীন ইয়াহইয়া আন নববী
প্রকাশনাঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী

রিয়াদুস সালেহীন সকল খন্ড, রিয়াদুস সালেহীন সকল খন্ড pdf, রিয়াদুস সালেহীন বই সম্পর্কে

প্রায় সাড়ে চৌদ্দ শত বছর পরেও আল কুরআন সম্পূর্ণ অপরিবর্তিত ও অবিকৃত অবস্থা আমাদের সামনে রয়ে গেছে ৷ ঠিক তেমনি হাদিসের ব্যাপারেও পরিপূর্ণ জোরের সাথে এ কথা বলা যায় ৷ হাদীস বিকৃত করার বহুতরো অপচেষ্টা চালানো হয়েছে ৷ কিন্তু উম্মাতে মোহাম্মদী অসাধারণ পরিশ্রম, আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের বিনিময় সত্য, নির্ভুল ও যথার্থ হাদীসগুলোকে বাছাই করে সংরক্ষিত রাখতে সক্ষম হয়েছেন ৷ মোহাম্মদ (সঃ)-এর উম্মত ছাড়া অন্য কোন নবীর উম্মত তাদের নবীর সমগ্র জীবন প্রণালী, বাণী, কার্যক্রম, কর্মতৎপরতা এবং তার প্রতি মুহূর্তের চলাফেরা প্রতিটি পদক্ষেপ ও সিদ্ধান্ত এমন নিষ্ঠা সহকারে নির্ভুলভাবে সংরক্ষণ করার চেষ্টা করেনি ৷

রাসুলে পাক (সঃ)-এর জীবনকাল থেকে হাদীস লেখা হতে থাকে ৷ তার তিরোধানের দুই-তিন শত বছরের মধ্যেই সমস্ত হাদিস যাচাই হয়ে নির্ভুলভাবে লিপিবদ্ধ হয়ে আসে ৷ রিয়াদুস সালেহীন প্রথমদিকে তাবেঈ ও তাবে-তাবেঈগণ বিভিন্ন বিষয় ভিত্তিতে পৃথক পৃথক গ্রন্থাকারে হাদিস লিপিবদ্ধ করতে থাকেন ৷ এগুলোকে জামে ও সুনান বলা হয় ৷ এভাবে অনেকগুলো মৌলিক হাদীসগ্রন্থ রচিত হয় ৷ এরপর একদল মুহাদ্দিস এগিয়ে আসেন ৷ তারা কেউ সাহাবীদের নাম অনুসারে হাদিসগুলোকে সাজান এবং এক একজন সাহাবী বর্ণিত হাদিসগুলোকে এক এক অধ্যায়ে স্থান দেন ৷ আবার কেউ নিজের ওস্তাদ অর্থাৎ সর্বশেষ রাবির নাম অনুসারে হাদীসগুলোকে সাজান ৷ আবার একদল মুহাদ্দিস এক এক বিষয়ের হাদিসগুলো একেকটি বিভাগে লিপিবদ্ধ করেন ৷ এগুলোকে বলা হয় যথাক্রমে মুসনাদ, মু‘জাম ও রিসালাহ ৷ এগুলো সবই হাদিসের মৌলিক গ্রন্থ ৷ অথপর একদল মুহাদ্দিস বিভিন্ন নির্ভরযোগ্য হাদীস গ্রন্থ থেকে বিষয় ভিত্তিক হাদিস সংকলন করার কাজে আত্মনিয়োগ করেন ৷ এই সংকলন গুলির মধ্যে ইমাম নববীর রিয়াদুস সালেহীন অনন্য সাধারণ মর্যাদার অধিকারী ৷


বিঃদ্রঃ এ বইটি মোবাইল ও কম্পিউটারে পড়তে চাইলে নিচের প্রথম বাটনে ক্লিক করে পিডিএফ কপি ফ্রি ডাউনলোড করুন ৷ এছাড়া মূল কপি পেতে চাইলে দ্বিতীয় বাটনে ক্লিক করে “রকমারী” নামক অনলাইন শপ থেকে ৳998 টাকায় বইটি অর্ডার করতে পারেন ৷ বইয়ের মূল কপি আপনার ঠিকানায় পাঠাবে, বইটি হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা দিন!