পিডিএফ বুকঃ | রিয়াদুস সালেহীন |
লেখকঃ | মুহিউদ্দীন ইয়াহইয়া আন নববী |
প্রকাশনাঃ | বাংলাদেশ ইসলামিক সেন্টার |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
রিয়াদুস সালেহীন সকল খন্ড, রিয়াদুস সালেহীন সকল খন্ড pdf, রিয়াদুস সালেহীন বই সম্পর্কে
প্রায় সাড়ে চৌদ্দ শত বছর পরেও আল কুরআন সম্পূর্ণ অপরিবর্তিত ও অবিকৃত অবস্থা আমাদের সামনে রয়ে গেছে ৷ ঠিক তেমনি হাদিসের ব্যাপারেও পরিপূর্ণ জোরের সাথে এ কথা বলা যায় ৷ হাদীস বিকৃত করার বহুতরো অপচেষ্টা চালানো হয়েছে ৷ কিন্তু উম্মাতে মোহাম্মদী অসাধারণ পরিশ্রম, আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের বিনিময় সত্য, নির্ভুল ও যথার্থ হাদীসগুলোকে বাছাই করে সংরক্ষিত রাখতে সক্ষম হয়েছেন ৷ মোহাম্মদ (সঃ)-এর উম্মত ছাড়া অন্য কোন নবীর উম্মত তাদের নবীর সমগ্র জীবন প্রণালী, বাণী, কার্যক্রম, কর্মতৎপরতা এবং তার প্রতি মুহূর্তের চলাফেরা প্রতিটি পদক্ষেপ ও সিদ্ধান্ত এমন নিষ্ঠা সহকারে নির্ভুলভাবে সংরক্ষণ করার চেষ্টা করেনি ৷
রাসুলে পাক (সঃ)-এর জীবনকাল থেকে হাদীস লেখা হতে থাকে ৷ তার তিরোধানের দুই-তিন শত বছরের মধ্যেই সমস্ত হাদিস যাচাই হয়ে নির্ভুলভাবে লিপিবদ্ধ হয়ে আসে ৷ রিয়াদুস সালেহীন প্রথমদিকে তাবেঈ ও তাবে-তাবেঈগণ বিভিন্ন বিষয় ভিত্তিতে পৃথক পৃথক গ্রন্থাকারে হাদিস লিপিবদ্ধ করতে থাকেন ৷ এগুলোকে জামে ও সুনান বলা হয় ৷ এভাবে অনেকগুলো মৌলিক হাদীসগ্রন্থ রচিত হয় ৷ এরপর একদল মুহাদ্দিস এগিয়ে আসেন ৷ তারা কেউ সাহাবীদের নাম অনুসারে হাদিসগুলোকে সাজান এবং এক একজন সাহাবী বর্ণিত হাদিসগুলোকে এক এক অধ্যায়ে স্থান দেন ৷ আবার কেউ নিজের ওস্তাদ অর্থাৎ সর্বশেষ রাবির নাম অনুসারে হাদীসগুলোকে সাজান ৷ আবার একদল মুহাদ্দিস এক এক বিষয়ের হাদিসগুলো একেকটি বিভাগে লিপিবদ্ধ করেন ৷ এগুলোকে বলা হয় যথাক্রমে মুসনাদ, মু‘জাম ও রিসালাহ ৷ এগুলো সবই হাদিসের মৌলিক গ্রন্থ ৷ অথপর একদল মুহাদ্দিস বিভিন্ন নির্ভরযোগ্য হাদীস গ্রন্থ থেকে বিষয় ভিত্তিক হাদিস সংকলন করার কাজে আত্মনিয়োগ করেন ৷ এই সংকলন গুলির মধ্যে ইমাম নববীর রিয়াদুস সালেহীন অনন্য সাধারণ মর্যাদার অধিকারী ৷
বিঃদ্রঃ এ বইটি মোবাইল ও কম্পিউটারে পড়তে চাইলে নিচের প্রথম বাটনে ক্লিক করে পিডিএফ কপি ফ্রি ডাউনলোড করুন ৷ এছাড়া মূল কপি পেতে চাইলে দ্বিতীয় বাটনে ক্লিক করে “রকমারী” নামক অনলাইন শপ থেকে ৳998 টাকায় বইটি অর্ডার করতে পারেন ৷ বইয়ের মূল কপি আপনার ঠিকানায় পাঠাবে, বইটি হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা দিন!