বাংলাদেশের সংগীত অঙ্গনে খুব পরিচিত একটি নাম “আবু রায়হান” একটা সময় তাকে কলরবের শিশু শিল্পী হিসেবেই তাকে চিনতো ৷ তিনি ইসলামী সংগীত সম্রাট মাওলানা আইনুদ্দিন আল আজাদ (রহ,) হাতে গড়া শিল্পীদের একজন ৷ আবু রায়হানের প্রথম এলবাম "মিছে জীবন" তিনি বেশকিছু স্বর্ণপদক পেয়েছেন ৷ তার জন্য শুভ কামনা, ইসলামী সাংস্কৃতিসেবীদের অন্যতম হয়ে থাকুক এবং জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবকে অনেকদূর এগিয়ে নিয়ে যাক ৷
আসসালামু আলাইকুম সবাইকে! অবশেষে বাগী কুঞ্জালয় পাঠাগারের এন্ড্রয়েড অ্যাপ 3.2.8 ভার্সন রিলিজ হয়েছে! এই অ্যাপে কোরআন ও হাদিসের অনুবাদ, সীরাত, ফিকহ শাস্ত্র, ইসলামি দর্শন, ক্যারিয়ার সহ ১৫-টি বিভাগের ৩০০০+ ইসলামি বই যুক্ত করা হয়েছে যা সরাসরি অ্যাপ থেকে বিনামূল্যে ডাউনলোড করে পড়া যাবে ৷