বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান | পিডিএফ ডাউনলোড

বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান পিডিএফ
পিডিএফ বুকঃ আধুনিক বাংলা অভিধান
লেখকঃ বাংলা একাডেমী (কমিটি)
প্রকাশনাঃ বাংলা একাডেমী
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান বইটি ১৪৫২ পৃষ্ঠা ২৭ এমবি পিডিএফ ডাউনলোড করুন! ৩টি সার্ভারের ৫টি পিডিএফ ডাউনলোড লিংক দেয়া হয়েছে Adhunik Bangla Ovhidan ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

বাংলা একাডেমি সূচনালগ্ন (১৯৫৫) থেকেই অভিধান রচনার মনোনিবেশ করে এবং এই কাজে ব্রতী হয়েছিলেন স্বয়ং ডাঃ মুহম্মদ শহীদুল্লাহ্ ৷ তার সম্পাদনায় ১৯৬৫ সালে প্রকাশিত হয় পূর্ব পাকিস্তানী আঞ্চলিক ভাষার অভিধান (পরবর্তীকালে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, ১৯৬৫) ৷ দ্বিতীয় পর্যায়ে বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান (১৯৭৪) প্রণয়নের সূত্রপাত করেন আরেকজন বিখ্যাত পণ্ডিত ডাঃ মুহম্মদ এনামুল হক ৷ এই অভিধানটি প্রকাশিত হয় অধ্যাপক শিবপ্রসন্ন লাহিড়ীর সম্পাদনায় (১৯৮৪) ৷

অভিধান প্রণয়ের এই সুপরিকল্পিত উদ্যোগের ধারাবাহিকতায় কিছুকালের মধ্যেই বাংলা একাডেমি একগুচ্ছ অভিধান প্রণয়ন ও প্রকাশনার কাজ সম্পন্ন করে ৷ এর মধ্যে রয়েছে Bangla Academy English-Bangla Dictionary (1993), Bangla Academy Bengali-English Dictionary (1994), বাংলা একাডেমি বাংলা বানান অভিধান (১৯৯৪), বাংলা একাডেমী বাংলা উচ্চারণ অভিধান (১৯৯০), যথাশব্দ (১৯৭৪) ও বাংলা একাডেমী ছোটদের অভিধান (১৯৮৩) প্রভৃতি ৷

আরও বই ডাউনলোড করুন বিশ্ববরেণ্যদের কালজয়ী ভাষণ (kaljoiye vashon) কোলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী (kolkata kendrik buddhijibi pdf) - এমআর আখতার মুকুল মহিমান্বিত তিনটি রাত (mohimannito tinti rat) - মাসুদা সুলতানা রুমী PDF

বর্তমান শতকের প্রথম দশকের শেষ দিকে বাংলা একাডেমী অভিধানধর্মী আরো সুবৃহৎ এবং পরিশ্রমসাধ্য কাজে আত্মনিয়োগ করে ৷ ২০১১ সালে বাংলাদেশের বিশিষ্ট ভাষাবিজ্ঞানী অধ্যাপক রফিকুল ইসলাম এবং পশ্চিমবঙ্গের প্রখ্যাত পণ্ডিত অধ্যাপক পবিত্র সরকার—এর সহায়তায় রবিন্দ্রনাথ-পরিকল্পিত (১৯০১) বাংলা ভাষার ব্যাকরণ ঢাকার বাংলা একাডেমি প্রকাশ করতে সক্ষম হয় ৷ এই প্রকাশনার পরপরই ভাষার প্রতিনিয়ত বিবর্তনের দিকে লক্ষ্য রেখে বাংলা একাডেমি তিন খণ্ডে প্রকাশ করেছে বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান (২০১৪) ৷

এই অভিধানটি সম্পাদনা করেন অধ্যাপক গোলাম মুরশিদ এবং সহযোগী সম্পাদক ছিলেন অধ্যাপক স্বরোচিষ সরকার ৷ উল্লেখ্য যে, বাংলা একাডেমী প্রমিত ভাষার বাংলা ব্যাকরণ (দুই খণ্ডে) এবং বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান প্রণয়নের কাজে একাডেমিক কয়েকজন কর্মকর্তাও অংশগ্রহণ করেন ৷

আমাদের অভিধান-অন্বেষার এক অনন্য নজির বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ৷ এই অভিধানটি প্রণয়নের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় বর্তমানে ব্যবহৃত অনেক নতুন এবং কৃতঋণ শব্দ অন্তর্ভুক্ত করা ৷ বিশেষ করে তথ্য-প্রযুক্তি বিপ্লবের পরে যে-সব শব্দ আমাদের দৈনন্দিন ভাষায় যুক্ত হচ্ছে তার পরিমাণ যেমন সামান্য নয়, তেমন তার গুরুত্বও অস্বিকার করার উপায় নেই ৷ এই বিষয়টি মাথায় রেখেই বর্তমান অভিধানটি প্রণীত হয়েছে ৷ —(সংক্ষিপ্ত)