পিডিএফ বুকঃ | লেখক ও সম্পাদকের অভিধান |
লেখকঃ | সুভাষ ভট্টাচার্য |
প্রকাশনাঃ | আনন্দ পাবলিশার্স |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
লেখক ও সম্পাদকের অভিধান বইটি ১৮৮ পৃষ্ঠা ৮ এমবি পিডিএফ ডাউনলোড করুন! ৩টি সার্ভারের ৫টি পিডিএফ ডাউনলোড লিংক দেয়া হয়েছে lekhak o sompadoker ovidhan বইটি ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
যাঁরাই লেখেন, তারাই অনুভব করেন যে, লিখতে গেলে কত ধরনের সমস্যা দেখা দেয় ৷ ২৫শে বৈশাখ লিখব, না ২৫ বৈশাখ? ২ মার্চ না ২রা মার্চ? সাল বোঝাতে ৯৪ না’৯৪? তেলেগু না তেলুগু? প্লাষ্টার না প্লাস্টার? ইংগট না ইনগট?
মনেই পড়ে না, কবে বেরিয়েছিল রবীন্দ্রনাথের ‘নৌকাডুবি’ বা নজরুলের ‘অগ্নিবীণা’ কিংবা ক্ষীরোদাপ্রসাদের ‘আলিবাবা’ ৷ কবে জন্মেছিলেন কবি তরু দত্ত? মৃত্যুই বা কোন্ সালে? কখন কমা, হাইফেন বা কখন?
আরও বই ডাউনলোড করুন অসমাপ্ত আত্মজীবনী - শেখ মুজিবুর রহমান পিডিএফ ডাউনলোড চলচিত্র জগতে ইসলাম - শামসুল বারুদী : cholochitro jogote islam পিডিএফ ডাউনলোড আমাদের স্বাধীনতা সংগ্রাম - অধ্যাপক আবদুল গফুর পিডিএফ ডাউনলোডএকই ধরনের সমস্যা দেখা দেয় সম্পাদনার ক্ষেত্রেও ৷ সতর্কতা, অসতর্কতা, বানান-জানা, না-জনা—হরেক লেখকের হরেক বিষয়ে লেখার প্রেসকপি তৈরি করেন সম্পাদক ৷ তথ্যের যথার্থতা, যতিচিহ্নের শুদ্ধতা, বানানের সমতা—প্রতিটি ক্ষেত্রে লক্ষ রাখতে হয় তাঁকে ৷
লেখকরা যেমন, সম্পাদকরাও তেমনই তাঁদের লেখালেখি ও সম্পাদনার কাজের সূত্রে তাই কেবলই হাতড়ে বেড়ান নানান কোষগ্রন্থ, অভিধান, আনুষাঙ্গিক গ্রন্থরাজি ৷
ইংরেজি ভাষার লেখক-সম্পাদকের হাতের নাগালে কিন্ত নানান সহায়ক অভিধান ৷ যেমন, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের রাইটার্জ ডিকশনারি কিংবা পেঙ্গুইন ডিকশনারি ফর রাইটার্জ অ্যান্ড এডিটর্জ ৷ সংশয় দেখা দিলেই এই ধরনের অভিধানের উপর একবার চোখে বুলিয়ে নেন তাঁরা ৷ অথচ বাংলা ভাষায় এই জাতীয় অভিধান একটিও নেই ৷ সেই অভাব মেটাতেই এই সংগ্রহের পরিকল্পনা ৷ বাংলা ভাষার প্রতিটি লেখক, পাঠক, সম্পাদকের নিয়ত প্রয়োজনের কথা ভেবে রচিত হয়েছে অনন্য এই অভিধান ৷ এখানে রয়েছে বহু ধরণের তথ্য, বহু সংশয়ের নিরসন ৷ শব্দ ও ভাষা ব্যবহারের, বানান ও বিরামচিহ্নের প্রয়োগের নিয়মকৌশল ৷ এমন বহু কিছু, জরুরী সব-কিছু ৷