পিডিএফ বুকঃ | তাফসীর মায়রেফুল কোরআন |
লেখকঃ | মুফতী মুহাম্মদ শফী |
প্রকাশনাঃ | ইসলামিক ফাউন্ডেশন |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
তাফসীর মায়রেফুল কোরআন সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড বা আলাদা-আলাদা খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, দয়া করে জানাবেন ৷
মহাগ্রন্থ আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স,)-এর উপর অবতীর্ণ এক অনন্য মু’জিযাপূর্ণ আসমানী কিতাব ৷ আরবী ভাষায় নাযিলকৃত এই মহাগ্রন্থ অত্যান্ত তাৎপর্যপূর্ণ ৷ মহান রাব্বুল আলামীন বিশ্ব ও বিশ্বাতীত তাবৎ জ্ঞানের সুবিশাল ভাণ্ডার এ গ্রন্থের মাধ্যমে উপস্থাপন করেছেন ৷ মানুষের ইহকালীন ও পরকালীন জীবনসম্পৃক্ত এমন কোন বিষয় নেই, যা পবিত্র কুরআনে উল্লেখিত হয়নি ৷
বস্তুত, বিশুদ্ধতম ঐশীগ্রন্থ আল-কুরআনই সত্য ও সঠিক পথে চলার জন্য আল্লাহ্ প্রদত্ত নির্দেশনাগ্রন্থ, ইসলামী জীবন-ব্যবস্থার মূল ভিত্তি ৷ পরিপূর্ণ ইসলামী জীবন গঠন করে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের পূর্ণ সন্তুষ্টি আর্জন করতে হলে পবিত্র কুরআনের দিক-নির্দেশনা ও অন্তর্নিহিত বাণী সম্যকভাবে অনুধাবন এবং সেই মোতাবেক আমল করার কোন বিকল্প নেই ৷
পবিত্র কুরআনের ভাষা, শব্দচয়ন, বর্ণনাভঙ্গি ও বাক্যবিন্যাস হলো চৌম্বক বৈশিষ্টসম্পন্ন, ইঙ্গিতময় ও ব্যঞ্জনাধর্মী ৷ তাই কোন কোন ক্ষেত্রে সাধারণের পক্ষে এর মর্মবাণী ও নির্দেশনাবলী অনুধাবন করা সম্ভব হয়ে ওঠে না ৷ এমনকি ইসলামী বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরাও কখনও কখনও এর মর্মবাণী সম্যক উপলব্ধি করতে হিমসিম খেয়ে যান ৷ বস্তুত, এই প্রেক্ষাপটে পবিত্র কুরআনের বিস্তারিত ব্যাখ্যা-বিশ্লেষণ সম্বলিত তাফসীর শাস্ত্রের উদ্ভব ঘটে ৷
তাফসীর শাস্ত্রবিদগণ মহানবী হযরত মুহাম্মদ (স,)-এর পবিত্র হাদিসসমূহকে মূল উপাদান হিসেবে গ্রহণ করে পবিত্র কুরআন ব্যাখ্যায় নিজ নিজ মেধা, প্রজ্ঞা ও বিশ্লেষণ-দক্ষতা প্রয়োগ করেছেন ৷
এভাবে বহু মুফাসসির পবিত্র কুরআনের শিক্ষাকে বিশ্বব্যাপী সহযবোধ্য করার কাজে অনন্যসাধারণ অবদান রেখে গেছেন ৷ এখনও এই মহতী প্রয়াস অব্যাহত রয়েছে ৷
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (র,) উপমহাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আলিম, ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, লেখক, গ্রন্থাকার ৷ ইসলাম সম্পর্কে, বিশেষ করে পবিত্র কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণে, তার সুগভীর পাণ্ডিত্য উপমহাদেশের সীমা ছাড়িয়ে তাকে আন্তর্জাতিক পর্যায়েও খ্যাতিমান করেছে ৷
আরও বই ডাউনলোড করুন চার ইমামের জীবনকথা জীবজগতের সৃষ্টি রহস্য ইসলাম নামাজ ও তাসাউফ শিক্ষাতার গ্রন্থসমূহের মধ্যে ‘তাফসীরে ম‘আরেফুল কোরআন’ একটি অনন্য ও অসাধারণ গ্রন্থ ৷ উর্দু ভাষায় লেখা প্রায় সাড়ে সাত হাজার পৃষ্ঠার বিশ্বনন্দিত এই তাফসীর গ্রন্থটি পাঠ করে যাতে বাংলাভাষী পাঠকগণ পবিত্র কুরআন চর্চায় আরো বেশি অনুপ্রাণিত হয় এবং পবিত্র কুরআনের মর্মবাণী ও শিক্ষা অনুধাবন করে নিজেদের জীবনে তা বাস্তবায়ন করতে পারে, এ মহান লক্ষ্য সামনে রেখে ইসলামী ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে এর তরজমার কাজ শুরু করে ৷
ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ প্রকল্পের আওতায় এ গ্রন্থটি তরজমার জন্য দেশের খ্যাতনামা আলিম, ইসলামী চিন্তাবিদ ও লেখক মাওলানা মুহিউদ্দিন খানকে দায়িত্ব দেয়া হয় ৷ তিনি ৮ খণ্ডে তাফসীরটির তরজমার কাজ সম্পন্ন করেন ৷
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (র,) বিরচিত এই গ্রন্থটির বঙ্গানুবাদ প্রকাশের পরই ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে ৷ পাঠক-চাহিদার প্রেক্ষিতে ইতিমধ্যে এ গ্রন্থের তেরটি সংস্করণ প্রকাশিত হয়েছে ৷ বর্তমান এর চতুর্দশ সংস্করণ প্রকাশ করা হলো ৷ এ গ্রন্থের অনুবাদ-কর্ম থেকে শুরু করে পরিমার্জন ও মুদ্রণের সকল পর্যায়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন, আল্লাহ তা‘আলা তাদের উত্তম প্রতিদান দান করুন ৷