(কবিতা) ৷ আমি তুচ্ছ ৷ কামাল আহমেদ বাগী

আজো আমি একা রোমান্টিক কবিতা কামাল আহমেদ বাগী
কবিতাঃ আমি তুচ্ছ
লেখকঃ কামাল আহমেদ বাগী

শূণ্য হ্রদয় আজ একা বসে আছি ঘড়ে,
কেন যেন নিরবতা ডাকছে আপন করে ৷
শত আবেগ শত টান, আজ আমাকে বলে,
অতীতের সে সৃতি গুলো, কেন এত ছলছলে?

কেন এত স্বপ্ন হল ভেঙ্গে চুরমার!
কার ভাবনায় আজ একা, নিঃস্বের সম্ভার ৷
এত সপ্নের পুঁথিমালা গেঁথেছি যাকে নিয়ে,
সে হল আজ অভিসারিণী নতুন কাউকে পেয়ে ৷

তাই আজ এ হর্ষানন্দ শুধুই তার জীবনে,
আমি ছিলাম অথৈ শূণ্য হোক এ লগনে ৷
অযথা কেন তাকে আজ, দিব দায়ভার!
আমিতো যোগ্য নই, সবি আছে তার ৷
বুঝে গেছি আজ আমি, কৌলীন্যই সব;
প্রেম সেত অর্থ হীন! শুধুই অনুভব ৷

২২ শে শ্রাবণ ১৪১৯ বঙ্গাব্দ বাগীকুঞ্জ ভোলা ৷
কৃতজ্ঞতায়ঃ কামাল আহমেদ বাগী

শব্দার্থঃ হ্রদয়-অন্তঃ/মন ৷ স্বপ্ন-কল্পনা ৷ নিঃস্ব-শূণ্য ৷ সম্ভার-বোঝার মত এমন ৷ অভিসারিণী-যে নারী লুকিয়ে-লুকিয়ে অন্যের সাথে কথা বলে ৷ হর্ষ-খুশি ৷ লগ্ন-সময় ৷ কৌলিন্য-প্রভাব প্রতিপত্তি ৷

নির্বাচিত ভালোবাসার কবিতা নিয়ে কামাল আহমেদ বাগীর "রোমান্টিক কবিতা" নামক এন্ড্রয়েড বের হয়েছে, নিচে থেকে সরাসরি ডাউনলোড করুন! আরো কবিতা পেতে "কাব্য পেজে" যান ৷