(কবিতা) ৷ কথা দিলাম তোমার থাকবো ৷ কামাল আহমেদ বাগী

পাশে_থাকো_তুমি, ভালোবাসার_কবিতা, তোমার_প্রেমে_কবিতা কথা দিলাম রোমান্টিক কবিতা কামাল আহমেদ বাগী
কবিতাঃ কথা দিলাম
লেখকঃ কামাল আহমেদ বাগী

যদি দুঃখ আপন হয়; থাকলে তোমার পাশে,
আমি হব তার সাথী! তাতে কি যায় আসে?
একা-একা কাঁদব হয়ত, হাসব সবার সাথে,
কেউ দেখুক না মনের ব্যাথা, কি হয়েছে তাতে?
তুমি যদি দাও আমার; চোখের পানির দাম,
হাসতে-হাসতে সয়ে যাব, সকল পরিণাম ৷

কি! পারবে না এ হাতটি ধরতে! একটু শক্ত করে?
থাকতে পারবে না পাশে! শত বাঁধার ঝড়ে?
তুমি আমার এ জীবনে চলার প্রেরণা,
তুমি পাশে থাকলে; কোন ভয় হয় না ৷
আমি যদি তোমার জন্য হই সংগ্রামী,
তুমি হবে না সাথী! (বলো না প্রেমী!) ৷
তোমার জন্য মরতে রাজি, দিতে প্রেমের মূল্য,
ঐ মুখের হাসি; (এ-দেহ) হয় কি কোন তুল্য?
তোমার জন্য যদি হয়, এ জীবন বিসর্জন;
তুমি কি দিবে না দেহে! পুষ্পের আলিঙ্গন?

৭ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ আদাবর ঢাকা ৷
—কৃতজ্ঞতায়ঃ কামাল আহমেদ বাগী

শব্দার্থঃ দুঃখ-বেদনা/ব্যথা ৷ সাথী-সহচর ৷ দাম-মূল্য ৷ পরিণাম-পরিণতি ৷ সংগ্রাম-সাধনার বিপরিত ৷ তুল্য-তুলনা ৷ বিসর্জন-অনিচ্ছায় দাম ৷ আলিঙ্গন-মোলাকাত ৷