দীওয়াই-ই হাফিজ পিডিএফ ডাউনলোড ৷ আল্লামা হাফিজ সিরাজী (রহ,)

দীওয়াই-ই হাফিজ পিডিএফ
jamaluddin rumi kobita

পিডিএফ বুকঃ দীওয়াই-ই হাফিজ
অনুবাদকঃ কাজী নজরুল ইসলাম
প্রকাশনাঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
দীওয়াই-ই হাফিজ কাব্যগ্রন্থের সরাসরি পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, আপনি চাইলে অনলাইনেও পড়তে পারেন ৷ বইটি ডাউনলোড করতে সমস্যা হলে, দয়া করে জানাবেন ৷
দীওয়াই-ই হাফিজ

বিশ্ববিখ্যাত মরমী কবিদের অন্যতম শ্রেষ্ঠ কবি আল্লামা হাফিজ সিরাজী (র.)। শুধু মুসলিম দুনিয়া নয় বিশ্বকে অবাক করা কাব্য সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ৷
মহা কবি হাফিজের রচিত কবিতাগুচ্ছ দিওয়ান সৃষ্টিতত্ত্ব, প্রেমতত্ত্ব ও দর্শনের খনিরূপে সমগ্র দুনিয়ায় আলোচিত। তাই নির্দ্বিধায় বলতে গেলে ইরানের বুলবুল হাফিজ দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ মরমী কবি, দার্শনিক ও স্রষ্টাতত্ত্বের বিশারদ।

হাফিজ জ্ঞানের বিশাল ভাণ্ডারে রয়েছে রহস্যের নানা অধ্যায়। গুপ্ত, সুপ্ত, ব্যক্ত-অব্যক্ত জ্ঞানের দ্যুতি ছড়িয়ে হাফিজ বিশ্বকে মাতিয়ে গেছেন তাঁর কাব্যের জাদুকরী ছন্দ মুর্ছনায়। মুসলিম রেনেসাঁর জোয়ারের সময় সমুদ্র উত্থিত এই রত্ন সমগ্র বিশ্বকে প্রকম্পিত করেছেন নূতন চিন্তার বীজ দিয়ে। অর্জন করেছেন অসাধারণ জনপ্রিয়তা ও প্রতিভার বিস্ময় মূর্তিতে আবির্ভূত হয়েছেন বিশ্ব দরবারে।

মানব মনে তাঁর কবিতার স্পর্শ এমনই যে পাথরও যেন মোমের কোমলতা পায়; এমনকি বিশ্বজয়ী বীর বর্বর পাথর আমির তৈমুরলঙ্গও যাঁর ধ্বংস যজ্ঞে বিশ্ব প্রকম্পিত, রক্তপাত এবং রাজ্য জয় ছাড়া যিনি অন্যকিছু বুঝতেন না, তাঁরও হাতের এসব কাজ বন্ধ করে দিতে সমর্থ হয়েছিলেন হাফিজ; তাঁর রচিত দিওয়ানের জাদুকরী ছন্দের মোহবন্ধনে। তৈমুরলঙ্গ প্রেম ও গোলাপের দৃশ্য দেখে দেখে এতই বিমোহিত ও আকৃষ্ট হয়েছিলেন যে সমস্ত বর্বরতা ভুলে কিছু কালের জন্য হাফিজের প্রেম বাগানের মালি বনে গিয়েছিলেন।

হাফিজের পূর্বে যাঁরা মহাকবি ফেরদৌসী ও খৈয়ামের সুকৃতির কথা জেনেছিলেন তাঁরা ইরানে ছুটে এসে শাহনামার বিশাল প্রাসাদের পাশে কিংবা ওমর খৈয়ামের গোলাপ ঝড়ের উপত্যকা অতিক্রম করে পেয়ে গেলেন হাফিজকে, বললেন, দুনিয়ার শ্রেষ্ঠ কবি হাফিজ, তিনি সত্যিই বিশ্বের এক মহা বিস্ময়।—পড়ুুয়া ডটকমের সৌজন্যে ৷