কবিতাঃ | প্রথম দেখায় প্রেম |
লেখকঃ | কামাল আহমেদ বাগী |
তোমার ঐ রূপ আমায় করেছে ব্যাকুল,
ভাবতেই পারি না, যেন চোখের কোন ভুল ৷
কি-যে সৌন্দর্য তোমার ফুটে আছে কায়!
জানি না কোন সু'ঘ্রাণ ডাকছে ইশারায় ৷
হতে পারে তোমার ঐ রাঙ্গা ঠোটের হাসি,
কাঁপন তোলা অস্থিরতা, দৃষ্টিতে বিলাসী…৷
চোখের কাজল গুল; কি চমৎকার!
নাক ফুলটি মানিয়েছে (বলতে কি আর!)
জানি না কি লুকিয়ে আছে, তোমার ঐ রূপে;
যেন জ্বলন্ত কিছু বয়ে যায়, নিঃশ্চুপে ৷
এ যেন হ্রদয় কারা, অপূর্ব সুন্দর,
পলকেই জাগাতে পারে, ঘুমন্ত অন্তর ৷
এ কেমন অনুভূতি! যা হ্রদয়ে দিল টান?
সরানো যায় না দৃষ্টি, চির চেনা ইহমান ৷
কি ভাবে দিব সারা, অচেনা শৌরভে?
জানি না এ কেমন চান; আমার অনুভবে ৷
হয়ত অচেনা মুখ হবে পরিচিত,
কিন্তু দু'টি হ্রদয় হবে একত্রিত?
এ সংশয় মনের মাঝে, ভাবায় বারবার,
আমিতো হতে চাই; তুমি কি হবে আমার…?
৭ কার্তিক ১৪২৩ বঙ্গাব্দ বাগীকুঞ্জ ভোলা ৷
কৃতজ্ঞতায়ঃ কামাল আহমেদ বাগী
তোমার-কোন এক নারী/প্রেয়সী ৷ ব্যাকুল-উদাসীন ৷ কায়-দেহে ৷ দৃষ্টি-চোখ ৷ ইহমান-আকর্ষণ ৷ শৌরভ-সুগন্ধ ৷ অনুভব-কল্পনা ৷ সংশয়-সন্দেহ ৷