কবিতাঃ | শুধু তোমাকে চাই |
লেখকঃ | কামাল আহমেদ বাগী |
তোমাকে নিয়ে স্বপ্ন যেন,
আকাশের সাদা মেঘ,
তোমাকে নিয়ে জমান যেন,
হ্রদয় দোলানো আবেগ ৷
শত সুখ,-শত আশা সবই,
তোমাকে ঘিড়ে,
আমার ব্যাথা বুঝবে তুমি,
যদি আসো মন নীরে ৷
মানুষতো স্বপ্ন দেখে,
একটি মানুষ নিয়ে,
আমি হয়ত তোমাকে দেখি,
মনের আয়না দিয়ে!
আমার বিশ্বাস! একদিন!
তুমি-ই আমার হবে,
কল্পনার সে সুর বাজবে,
বাস্তব অনুভবে ৷
সেদিন নিজেকে ভাববো,
বড়ই ভাগ্যবান,
তাই পথ চেয়ে আছি;
তুমি-ই আমার প্রাণ ৷
২৩ শে জ্যৈষ্ঠ ১৪২২ বঙ্গাব্দ বাগীকুঞ্জ ভোলা ৷ কৃতজ্ঞতায়ঃ কামাল আহমেদ বাগী
স্বপ্ন-কল্পনা/ভাবনা ৷ হ্রদয়-মন ৷ আবেগ-টান ৷ নীর-আলয় ৷ একদিন-অমীমাংসিত ৷ তুমি-(প্রেয়সী অর্থে) ৷ অনুভব-অনুভূতি ৷ প্রাণ-জীবন ৷