কবিতাঃ | তোমাকে নিয়ে স্বপ্ন |
লেখকঃ | কামাল আহমেদ বাগী |
তুমি আমাকে যতই আঘাত করো;
তাতেও আমি খুশি,
এ-যে আমার ভাগ্যে আঁকা,
তোমাকে করব না দুষি ৷
চাইনি আমি তোমার কাছে,
অন্য কিছু আর,
চেয়েছি একটু ভালোবাসা,
মন থেকে তোমার ৷
আমার যত কল্পনা মনে,
তোমার ছবি ভাসে,
রাতে আমার ঘুম হয় না;
তোমার ছবি হাসে ৷
আমি শুধু তোমাকে চাই;
এসো মনের ঘড়ে,
জীবনে কোন দুঃখ কষ্ট,
ছুঁবে না মোদেরে ৷
এটুকু আমার চাওয়া মাত্র,
যদি হয় অপরাধ,
তাহলে আমি অপরাধী!
করো আমায় আঘাত!
৯ ফাল্গুন ১৪১৮ বঙ্গাব্দ বাগীকুঞ্জ ভোলা ৷
কৃতজ্ঞতায়ঃ কামাল আহমেদ বাগী
শব্দার্থঃ আঘাত-ব্যথা দেয়ার উদ্দেশ্যে প্রতিকৃয়া/আচরণ ৷ ভাগ্যে-অলিকে ৷ মন-হ্রদ ৷ কল্পনা-চিন্তা ৷ চাওয়া-প্রার্থণা ৷ অপরাধ-অন্যায় ৷ অপরাধী-দোষী ৷ মোরে-আমারে=আমাকে ৷