(কবিতা) ৷ অপরূপা তুমি ৷ কামাল আহমেদ বাগী

তোমার সৌন্দর্য কবিতা কামাল আহমেদ বাগী
কবিতাঃ অপরূপা তুমি
লেখকঃ কামাল আহমেদ বাগী

তুমি আনন্দে দুলছ,
দোলনায়!
মেঘ বরণ কেশ তোমার,
হাওয়ায় দোলখায় ৷

তোমার কানের ঝুমকা গুলো,
বাতাসের সাথে দোলে,
আমি দুয়ারে দাঁড়িয়ে দেখছি,
তোমাকে কিছু না বলে…৷

তোমার গায়ের শাড়ি,
মানিয়েছে বেশ!
আমি যেন কল্পলোকে,
হই, নিরুদ্দেশ ৷

তোমার নাকের দুলে,
ঝলসে কিরণ,
(আমি) কি করব ভেবে পাইনা
উদাস যেন মন ৷

তোমার পায়ের নূপুর,
বাজে ছমছম,
তুলনা হীন সে রূপ,
যেন অনুপম ৷

তুমি মিটি-মিটি হাসো
আর থেমে-থেমে দোলখাও,
বারবার মুখে হাসি রেখে,
আমার দিকে ফিরে চাও ৷

আমি মুগ্ধ হয়ে তোমার,
দিকে চেয়ে আছি,
তুমি হাওয়ার সাথে দুলছ
যেন রূপসী………!

২৯-শে শ্রাবণ ১৪১৯ বঙ্গাব্দ বাগীকুঞ্জ ভোলা ৷
কৃতজ্ঞতায়ঃ কামাল আহমেদ বাগী

শব্দার্থঃ মেঘবরণ-মেঘের মতো/মেঘের ন্যয় ৷ কেশ-চুল ৷ হাওয়া-বায়ু ৷ নিরুদ্দেশ-উদ্দেশ্যহীন ৷ হীন-না/নেই এমন ৷ মুগ্ধ-বিহবল ৷ রূপসী-সুন্দরী ৷

নির্বাচিত ভালোবাসার কবিতা নিয়ে কামাল আহমেদ বাগীর "রোমান্টিক কবিতা" নামক এন্ড্রয়েড বের হয়েছে, নিচে থেকে সরাসরি ডাউনলোড করুন! আরো কবিতা পেতে "কাব্য পেজে" যান ৷