ঈমানদীপ্ত দাস্তান ১-৮ খন্ড পিডিএফ ডাউনলোড ৷ আলতামাস

ঈমানদীপ্ত দাস্তান
পিডিএফ বুকঃ ঈমানদীপ্ত দাস্তান
লেখকঃ এনায়েতউল্লাহ আলতামাস
প্রকাশনাঃ পরশমণি
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
ঈমানদীপ্ত দাস্তান ১-৮ম খন্ড সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড বা আলাদা-আলাদা খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
ঈমানদীপ্ত দাস্তান

দ্বাদশ শতাব্দীর কাহিনী । ক্রুশ ছুঁয়ে শপথ করে পৃথিবী থেকে ইসলামের নাম-চিহ্ন মুছে ফেলার গভীর চক্রান্তে মেতে ওঠে খ্রিস্টান দুনিয়া ৷ ইসলামের পতন ঘটিয়ে বিশ্বময় ক্রুশের রাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বেছে নেয় নানা কুটির পথ ৷

অর্থ মদ আর রুপসী নারীর ফাঁদ পেতে ঈমান ক্রয় করতে শুরু করে মুসলিম আমির ও শাসকদের ৷ একদল গাদ্দার তৈরি করে নেয় মুসলমানদের মাঝে ৷ সেইসঙ্গে চালায় বহুমুখী সশস্ত্র অভিযান ৷ মুসলমানদের হাত থেকে ছিনিয়ে দখল করে রাখে ইসলামের মহান স্মৃতিচিহ্ন প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস ৷

সেই বিজাতীয় ক্রুসেডার ও স্ব-জাতীয় গাদ্দারের মোকাবেলায় গোপনে প্রকাশ্যে অবিরাম লড়াই চালিয়ে যান ইতিহাসের অমর নায়ক বিজয়ী মর্দে মুমিন সুলতান সালাউদ্দিন আইউবি ৷ ১১৬৯ সালে শুরু-হওয়া তার ঐ লড়াই বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত থামেনি মুহূর্তের জন্যও ৷

এক দিকে মনকাড়া রূপসী নারীর ফাঁদ, অন্যদিকে ঈমানের ওপর অটল দাড়িয়ে থাকার অনুপম উদাহরণ ৷ একদিকে ইসলাম ও মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতার ঘৃণ্য মহড়া, অন্যদিকে ইসলাম ও মুসলিম উম্মাহর অস্তিত্ব রক্ষার জানকবুল সংগ্রাম ৷ সেই শ্বাসরুদ্ধকর অবিরাম যুদ্ধের নিখুঁত শব্দচিত্র সিরিজ উপন্যাস 'ঈমানদীপ্ত দাস্তান' ছোট-বড়ো, নারী-পুরুষ নির্বিশেষে সব পাঠকের সুখপাঠ্য বই ৷