আধার রাতের মুসাফির পিডিএফ ডাউনলোড ৷ নাসিম হেযাজী

আধার রাতের মুসাফির pdf book download
পিডিএফ বুকঃ আধার রাতের মুসাফির
লেখকঃ নসীম হিজাযী
প্রকাশনীঃ প্রীতি প্রকাশন
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
আধার রাতের মুসাফির বইটি ২৩৮ পৃষ্ঠা ৫ এমবি পিডিএফ ডাউনলোড করুন! ৩টি সার্ভারের ৫টি পিডিএফ ডাউনলোড লিংক দেয়া হয়েছে Adhar Rater Musafir বইটি ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷ ৷
আধার রাতের মুসাফির বঙ্গানুবাদ প্রসঙ্গে

আর মাত্র ছ'ক্রোশ ৷ গভীর আগ্রহে পাহাড়-চূড়ায় দাঁড়িয়ে রানী তাকিয়ে ছিলেন আলহামরার মিনার চূড়ায় ৷ ছাউনি ফেললেন ফার্ডিনেন্ড ৷ চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি সম্পন্ন প্রায় ৷ চারদিকে পিছিয়ে দিয়েছেন ষড়যন্ত্রের কুটিল জাল! সে জালের রশি ধরে এবার শুধু টানার পালা ৷

এমনি সময়ে সহসা স্পেনের উপকূলে উদয় হলো তুর্কি রণতরী ৷ প্রথম অভিযানেই তারা উদ্ধার করলো বিপ্লবী নেতা হামিদ বিন জোহরাকে ৷ জাহাজকে বিদায় জানিয়ে উপকূলে নেমে এলেন কাপ্তান সালমান ৷ কিন্তু কেন? স্পেনে মাটিতে কি তার কাজ? যে জাতির সুলতান অথর্ব আর উজির গাদ্দার তাদের পতন কি ঠেকাতে পারবেন তিনি? পারবেন কি হামিদ বিন জোহরার হত্যা প্রচেষ্টা রুখতে? কেন তিনি একের পর এক অবিশ্বাস্য বিপদজনক অভিযানে মেতে উঠছেন? কিসের স্বার্থে? কেন?

গ্রানাডা কন্যা আফ্রিকার পেছনে ছুটছে দুর্বৃত্ত উতবা ও ওমর ৷ রক্তের নেশায় পাগল হয়ে উঠেছে এরা ৷ হন্যে হয়ে খুঁজছে তার প্রেমিক পুরুষ সাঈদকে ৷ এদের কি বাঁচাতে পারবেন সালমান? কি হবে অপহৃত মনসুরের পরিণতি? কার জন্য মালা গাঁথছে বদরিয়া? কেন ভিনদেশী এক পুরুষের জন্য প্রাণ কাঁদে তার?— বিস্তারিত জানতে পড়ুুন আধার রাতের মুসাফির ৷