পিডিএফ বুকঃ | কায়সার ও কিসরা |
লেখকঃ | নসীম হিজাযী |
প্রকাশনীঃ | প্রীতি প্রকাশন |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
কায়সার ও কিসরা সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড বা আলাদা-আলাদা খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
তখোনো স্কুলের সীমানা পেরোইনি-সতেজ কিশোর ৷ সাহিত্যের প্রতি প্রবল ঝোঁক ৷ হাতের কাছে যা পাই পড়ে ফেলি ৷ দু'এক কলম লিখিও ৷
সেদিন এক ডাইস বই হাতে নিয়ে স্যর বললেনঃ ‘পড়ে দেখ, খুব ভালো বই ৷’ লজিং বাড়ীতে এসে খেয়েদেয়ে ভাবলাম, দেখিতো বইটা কেমন? সেই শুরু ৷ বিকেল গড়িয়ে রাত এল ৷ ঘুমোতে যাবার আগেই কোন ফাঁকে চলে গেল রাত ৷ পরদিন টেবিলে পড়ে রইল নাস্তা ৷ গোসলের সময় গেল পেরিয়ে ৷ যাওয়া হলো না স্কুলে ৷ দুপুরে যখন বই শেষ করে মুখ তোললাম, মনে হল স্বপ্নময় এক জগৎ থেকে এই মাত্র ফিরে এলাম আমি ৷ এ বইটি ছিল নসীম হিজাযীর 'ভেঙ্গে গেল তলোয়ার' ৷
তারপর ৷
এক ছুটিতে বাড়ি এলাম ৷ সঙ্গে নিলাম 'মরণজয়ী' ৷ রাতে খাওয়ার পর পড়তে বসলাম ৷ একটু পর পাশের ঘর থেকে আব্বা শোবার তাড়া দিলেন ৷ একবার, দুবার, বারবার ৷ একসময় কিছুটা রাগের সঙ্গেই শোয়া থেকে উঠে এসে বল্লেনঃ 'কি পড়ছিস শুনি? কয়েক লাইন পড়ে শোনালাম ৷ আব্বা বল্লেনঃ তারপর? আবারো পড়লাম কয়েক লাইন ৷ আব্বা বল্লেন 'তারপর?' এভাবে যতবার আমি থামি, আব্বা বলেনঃ তারপর?
তারপর এই হোল যে, তার সকল বই বাংলায় বের করার এক দুরূহ চেষ্টায় মেতে উঠলাম আমি । এ এক অদ্ভুত নেশা। কখনো আমার নির্ঘুম রাত কাটে তার পান্ডুলিপি পড়ে পড়ে ৷ কখনো ঘুমের ঘোরে স্বপ্নে দেখি, খালিদ, তারিক, মুসা, মুহাম্মদ বিন কাসিম, টিপু সুলতান, তিতুমীরের মত বাংলার টগবগে যুবকেরা ইসলামের ঝান্ডা নিয়ে ছুটে চলেছে ময়দানে ৷ চোখে তাদের শাহাদাতের তামান্না ৷ বুকে প্রদীপ্ত ঈমান ৷
আমাদের মত আপনারাও কি ভালো লাগে তার বই? স্বপ্ন জাগে- আশা জাগে বুকে? বাংলার প্রতিটি যুবকের বুকে জাগুক এমনি আশার কাঁপন কখনো কি এমন ভাবনা আপনাকে আলোড়িত করে? তাহলে সবার হাতে হাতে এই বই কি করে পৌঁছে দেবেন— সে কথা কি আপনাকে বলে দিতে হবে!