পিডিএফ বুকঃ | পরাজিত অহংকার |
সংকলকঃ | এনায়েতউল্লাহ আলতামাস |
প্রকাশনাঃ | আবেহায়াত পাবলিকেশন্স |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
পরাজিত অহংকার সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড বা আলাদা-আলাদা খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
কিসরা ও কাইসার ৷ রোম সম্রাট ও পারস্য সম্রাট ৷ পৃথিবীর দুই প্রান্তের দুই সুপার পাওয়ার ৷ এদের সৈন্য-সামন্ত অস্ত্রশস্ত্র ও অর্থের কোন হিসাব-নিকাশ নেই, কোন পরিমাণ-পরিমাপ নেই ৷
গোটাবিশ্বে এদের হাতে বন্দী ৷ গোটা পৃথিবী হাতের পুতুল ৷ তাদেরকে চোখ রাঙিয়ে কিছু বলার সাহস কারো নেই ৷
এ দু'শক্তির মাঝে অবস্থিত আরব উপদ্বীপ ৷ দিগন্ত বিস্তৃত মরুর দেশ, লুহাওয়া আর বালুর দেশ ৷ এদেশে সবুজের খুবই অভাব, পানির দারুন সংকট ৷ তাই যেখানেই কুয়ো আছে বা পাহাড় গাত্র বেয়ে ঝর্ণাধারা নেমে আসে, সেখানে মানুষ বসতি স্থাপন করে, মিলেমিশে থাকে ৷ পানির সংকট দেখা দিলে আবার অন্যত্র চলে যায় ৷
এরা যাযাবর প্রকৃতির দুর্যোগের সাথে সংগ্রাম করে এরা বেঁচে থাকে ৷ এরা স্বাধীনচেতা ৷ কারো অধীনে এরা থাকতে চায় না ৷ এদের স্থায়ী কোন নিবাস নেই ৷ এদের মাঝে শিক্ষা-দীক্ষা, সভ্যতা বা রাষ্ট্রব্যবস্থার চিহ্ন নেই ৷ এদের ইতিহাস মারামারি, কাটাকাটি, রক্তারক্তি আর বর্বরতার ইতিহাস ৷ এদের ইতিহাস মদ, জুয়া, নারী আর আত্মম্ভরিতা ইতিহাস ৷
আল্লাহ তায়ালা এদের মাঝেই প্রেরণ করলেন আকায়ে নামদার তাজেদারে মদীনা হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ৷ তিনি হলেন এদের রাসুল, এদের রাহবার, এদের শিক্ষক ৷ এরপর ইতিহাসের গতি দ্রুত অন্যদিকে চলতে লাগলো ৷
মরুর বুকে এক নতুন জাতির উন্মেষ ঘটলো ৷ এক নতুন উম্মাহ জন্মলাভ করল ৷ এরা মুসলিম জাতি ৷ এরা আল্লাহর সৈনিক ৷ ইসলামের জন্য এদের সুখ-শান্তি ৷ ইসলামের জন্য এদের জীবন-মরণ ৷ মাত্র এক দশক ঘুরতে না ঘুরতেই মদীনায় ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হল ৷
সুখ-শান্তি আর সমৃদ্ধির হাওয়া বইতে লাগলো ৷ মারামারি, কাটাকাটি, বর্বরতা, মদ, জুয়া, নারীভোগ আর আত্মম্ভরিতার অবসান হলো ৷ দু'দশকের মাথায় গোটা আরব প্রধানত হল ৷ ইসলাম এবার একটি শক্তির রূপ ধারণ করল ৷ একটি জীবন ব্যবস্থা রুপ ধারণ করল ৷
আরব উপদ্বীপ ছাড়িয়ে এবার ইসলাম রোম ও পারস্য সাম্রাজ্যে প্রবেশ করতে লাগলো ৷ তারপরেই শুরু হলো সুপার পাওয়ারদের সাথে যুদ্ধ, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ, অগ্নিপূজারীদের বিরুদ্ধে যুদ্ধ, রোম সম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ, পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ৷ একই সাথে উভয় সম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন রাসুলের (স,) উত্তরসূরী সাহাবায়ে কেরাম ৷ শ্বাসরুদ্ধকর সে ইতিহাস ৷ লোমহর্ষক সে কাহিনী ৷ যুদ্ধে যুদ্ধে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হল পারস্য সাম্রাজ্য ৷ ধুলিস্যাৎ হয়ে গেল এ সম্রাজ্যবাদী শক্তি ৷ আর রোম সম্রাজ্য পিছু হঁটতে হঁটতে একেবারে রোম সাগরের তীরে গিয়ে ঠেকলো ৷
ঐতিহাসিকরা সাধারনত ইসলামের বিজয় ইতিহাস এখানে সেখানেই শেষ করে দেয় ৷ মিশর বিজয়ের অগ্নিঝড়া রক্তে আঁকা দিনগুলোর কথা বাদ পড়ে যায় ৷ যে মিশরের রণপ্রান্তরসমূহে রোম সম্রাট হিরাক্লিয়াসের যুদ্ধকৌশল, বীরত্ব ও প্রতিভা নিষ্প্রভ হয়ে গেছে ৷ শত-সহস্র বিজয়ে উদ্ভাসিত হয়েছে মুসলিম বীর মুজাহিদদের শাণিত তরবারী ও তাকবীরের হৃদয় কাঁপানো ধ্বনি-প্রতিধ্বনি ৷
মাত্র আট-দশ হাজার মুজাহিদ নিয়ে লাখ লাখ রোমান সৈন্যকে কিভাবে তাড়িয়ে নিয়ে গেছেন বীর সেনানী হযরত আমর ইবনে আস (রা,) ৷ কিভাবে প্রতিটি রণাঙ্গনে তাদের পরাভূত করলেন আর বীরদর্পে সামনে এগিয়ে গেলেন ৷ এ বিষ্ময়কর কাহিনী ও শ্বাসরুদ্ধকর ইতিহাস এ গ্রন্থের পাতায় পাতায় উপন্যাসের বর্ণিল আবরণে পেশ করা হয়েছে ৷