সফেদ দ্বীপের রাজকন্যা ঐতিহাসিক উপন্যাস pdf ৷ নাসিম হেযাজী ৷ বাগী কুঞ্জালয় পাঠাগার ৷

সফেদ দ্বীপের রাজকন্যা
পিডিএফ বুকঃ সফেদ দ্বীপের রাজকন্যা
লেখকঃ নসীম হিজাযী
প্রকাশনাঃ বইঘর
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
সফেদ দ্বীপের রাজকন্যা সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড বা আলাদা-আলাদা খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
সফেদ দ্বীপের রাজকন্যা সম্পর্কে

জীবন তাদের কাছে নিরেট হাসি-তামাশা ও ইয়ার্কি-মশকরার বিষয় বলেই মনে হচ্ছিল ৷ কেননা, কিং সায়মনের অনেক মন্ত্রী তার দরজার ওপর মৃত্যুর পাহারা বসিয়ে রেখেছিল ৷

ক্ষুধা-দারিদ্র্য ও বেকারত্বের ভূত স্বীয় ভীতিপ্রদ আকৃতিতে তাদের সামনে নর্তন-কুর্দন করছিল ৷ এত কিছু সত্ত্বেও তিনি ছিলেন জীবিত এবং তার অন্তরে জীবিত থাকার উদগ্র বাসনার প্রেতাত্মা বিদ্যমান থাকার বড় প্রমাণ ছিল এই যে, তিনি সকাল সন্ধা সব সময় এই প্রার্থনা করতে অভ্যস্ত ছিলেন—

‘ওগো জমিন ও আসমানের মালিক! আমাদের অবস্থার ওপর দয়া ও অনুগ্রহ করুন ৷ আমাদের এই বড় রকমের বিপদ থেকে রেহাই দিন ৷ যা ছাদ ভেদ করে আমাদের ওপর এসে আবির্ভূত হয়েছে ৷ এখন আমাদের নাঙ্গা শরীর, ক্ষুধাতুর পেট ও আমাদের অতিশয় কাতর আত্না আপনার রহমতের অন্বেষণে সদাব্যস্ত ও নিবেদিতপ্রাণ ৷’…

এরপর কি জানতে পড়ুন— সাপেদ দ্বীপের রাজকন্যা ৷