পিডিএফ বুকঃ | ভেঙ্গে গেল তলোয়ার |
লেখকঃ | নসীম হিজাযী |
প্রকাশনীঃ | বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
ভেঙ্গে গেল তলোয়ার সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড বা আলাদা-আলাদা খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
ভেঙ্গে গেল তলোয়ার মহীশূরের জননন্দিত শাসক টিপু সুলতানের বীরত্বপূর্ণ জীবন কাহিনী অবলম্বনে নসীম হিজাযী রচিত একটি ঐতিহাসিক উপন্যাস ৷
নসীম হিজাযী এদেশের পাঠক সমাজে বহুল পরিচিত একটি নাম ৷ ইতিহাসকে উপজীব্য করে তার রচিত সকল উপন্যাস পাঠকসমাজে দারুনভাবে সমাদৃত হয়েছে ৷
মহীশুরের বীর টিপু সুলতানের যে তলোয়ার ব্রিটিশদের বুকে ত্রাসের সঞ্চার করতো, হায়দ্রাবাদের নিজাম ও দুর্দান্ত মারাঠা জাতির মিলিত শক্তি যে তলোয়ারে আঁচড় লাগাতে পারেনি; সেই তলোয়ার ভেঙে গেলো মহীশূরের দেওয়ান ও টিপু সুলতানের কুটুম্ব মীর সাদিকের প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কাছে ৷
গাদ্দার মীর সাদিক মহীশূরের পতনের আগেই কতল হলো ৷ মৃত্যু দিয়ে বুঝতে পারল সে বেঈমানী করে শুধু স্বদেশের ও স্বজাতির স্বাধীনতা নিয়ে সওদা করেনি, নিজ স্ত্রী-কন্যাদের ইজ্জতেরও সওদা করেছে ৷
মহীশূরের পতনের পর হয়তো বা তার বিদেহী আত্মা দেখতে পেরেছিল ইংরেজ কর্তৃক তার স্ত্রী-কন্যার লেবাস ছিনিয়ে নেয়ার এক পাশবিক দৃশ্য ৷ মহীশূরের সিংহ- শার্দুল পরাজিত হলো এবং এর সাথে পতন ঘটল ভারতের স্বাধীনতার শেষ শক্তিশালী দুর্গটির ৷
একথা সত্যি বিনোদন উপন্যাসের কেন্দ্রীয় বিষয় ৷ বঙ্কিম চন্দ্র ইতিহাসের বিষয়বস্তু নিয়ে উপন্যাস রচনা করেছেন ৷ কিন্তু জাত্যাভিমানের কাছে তিনি ইতিহাসের সত্যকে জলাঞ্জলি দিয়েছেন ৷
মীর মোশারফ হোসেন ইতিহাসের বিষয়বস্তু নিয়ে 'বিষাদ সিন্ধু' উপন্যাস রচনা করেছেন তিনিও বিনোদন এবং ভাবোচ্ছ্বাসের কাছে ইতিহাসের সত্যকে জলাঞ্জলি দিয়েছেন ৷ কিন্তু ঔপন্যাসিক নসীম হিজাযী এর ব্যতিক্রম ৷ তিনি ইতিহাসের নির্জলা সত্যকে তুলে ধরতে গিয়ে বিনোদনকে ক্ষুন্ন করতে দ্বিধা করেননি ৷ নিঃসন্দেহে, এই সততার জন্য নসীম হিজাযীর রচিত উপন্যাস সর্বকালের পাঠক মনকে আকৃষ্ট করার জন্য এক চিরায়ত ভিত পেয়েছে ৷
বস্তুতঃ সৈয়দ আব্দুল মান্নান অনূদিত “ভেঙে গেল তলোয়ার” পুস্তকখানা নসীম হিজাযী রচিত “আউর তলওয়ার টুট গেয়ী” পুস্তকের বাংলা অনুবাদ ৷
এই পুস্তকটি বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ কর্তৃক সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৬৪ সালে ৷ এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৯৮৩ সালে ৷
তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৯৯৬ সালে ৷ অতঃপর ছয় বছর পর ২০০২ সালে চতুর্থ সংস্করণ প্রকাশিত হয় ৷ পঞ্চম সংস্করণ হয় ২০০৫ সালের ৷ ৬ষ্ঠ সংস্করণ হয়
২০০৬ সালে, ৭ম সংস্করণ ২০০৮ সালে প্রকাশিত হয় ৷ বর্তমানে উপন্যাসটির ৮ম সংস্করণ প্রকাশিত হলো ৷
পরিশেষে কিছুকাল আগে বাংলাদেশ টেলিভিশন কর্তৃক প্রচারিত টিভি সিরিয়ালের দি সোর্ড অফ টিপু সুলতান যেভাবে দর্শক হ্রদয়ে আলোড়ন তুলেছিল, একই কাহিনী অবলম্বনে ভেঙে গেল তলোয়ার পাঠকসমাজে সমাদৃত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস ৷