ইউসুফ বিন তাশফিন pdf ৷ নাসিম হেযাজী ৷ বাগী কুঞ্জালয় পাঠাগার ৷

ইউসুফ বিন তাশফিন
পিডিএফ বুকঃ ইউসুফ বিন তাশফিন
লেখকঃ নসীম হিজাযী
প্রকাশনাঃ প্রীতি প্রকাশন
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
ইউসুফ বিন তাশফিন সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড বা আলাদা-আলাদা খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
ইউসুফ বিন তাশফিন

নসীম হিজাযী এক কালজয়ী কথাশিল্পী ৷ সারা দুনিয়ার অসংখ্য ভাষায় তার উপন্যাস অনূদিত হয়ে লক্ষ-লক্ষ মানুষের অন্তর জয় করেছে ৷
১৯৮৭ সালে আমরা প্রথম প্রকাশ করি তার ‘শাহীন’ উপন্যাসটি, বাংলায় নাম দেই ‘সীমান্ত ঈগল’ ৷ বইটি ছিল স্পেনের মুসলমানদের জীবন মরণ সংগ্রাম কাহিনী ৷ জনপ্রিয় এ লেখক স্পেনের ওপর মোট চারটি উপন্যাস লিখেছেন ৷ দ্বিতীয় বইটির নাম ছিলো ‘আন্দেরি রাত কা মুসাফির’ বাংলায় ‘আধার রাতের মুসাফির’ নামে ১৯৮৮ সালে এটি প্রকাশ করি আমরা ৷ এরপরের কাহিনী সাজিয়েছেন তিনি ‘কালিসা আওরে আগ’ গ্রন্থে ৷ ১৯৯৬ সালে এটি আমরা প্রকাশ করি ‘শেষ বিকালের কান্না’ নামে ৷ স্পেনের ওপর তার আখেরি গ্রন্থের নাম ‘ইউসুফ বিন তাশফিন’ ৷ বইটি আমরা ‘ইউসুফ বিন তাশফিন’ নামেই প্রকাশ করলাম ৷
এই সাথে শেষ হলো স্পেনের অধ্যায় ৷

নসীম হিজাযীকে বাংলা ভাষাভাষী পাঠকদের হাতে তুলে দেয়ার জন্য আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ স্পেনের কাহিনী ছাড়াও আমরা মহানবীর জীবন কালের উপর লেখা তাঁর অসাধারণ উপন্যাস ‘কায়সার আওর কিসরা’ আমরা প্রকাশ করেছিলাম ‘কায়সার ও কিসরা’ নামে ১৯৮৯ সালে ৷ ১৯৮৮ সালে প্রকাশ করেছি তার আরেক অমর উপন্যাস ‘কাফেলায়ে হেজায’, বাংলায় নাম দিয়েছি ‘হেজাযের কাফেলা’ ৷ তার ব্যতিক্রমধর্মী উপন্যাস ‘সফেদ জাযিরা’ প্রকাশ করেছি ১৯৯৮ সালে ‘কিং সায়মনের রাজত্ব’ নামে ৷ লেখকের ভ্রমণ কাহিনী ‘পাকিস্তান ছে দিয়ারে হরম তক্’ প্রকাশ করি ১৯৮৮ সালে ‘ইরান তুরান কাবার পথে’ নামে ৷

এছাড়া কো-অপারেটিভ বুক সোসাইটি তার ‘মরণজয়ী’, ‘ভেঙে গেল তলোয়ার’, ‘খুন রাঙা পথ’ এসব বই আগেই প্রকাশ করে বাংলা ভাষায় নসীম হিজাযী চর্চার ক্ষেত্র উন্মোচন করে, এজন্য জাতির পক্ষ থেকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ৷
তবে এখনো তার সে সব বই বের হয়নি সেগুলো অনুবাদ ও প্রকাশের ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ দেশবাসীর আন্তরিক সহযোগিতা, দোয়া ও আল্লাহর রহমতই আমাদের ভরসা ৷

আমাদের এ প্রিয় লেখক আজ আর বেচে নেই ৷ মৃত্যুর আগে তার প্রায় এক ডজন বই বাংলায় প্রকাশিত হয়েছে দেখে তিনি খুবই আনন্দিত হয়েছিলেন এবং বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু স্বাস্থ্যগত কারণে তার সে আশা পূরণ হয়নি ৷ তার ভক্তদের কাছে আমাদের নিবেদন, আসুন আল্লাহর এই নেক বান্দার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি ৷ আল্লাহ আমাদের সকলের ইহ ও পরকালীন মঙ্গল দান করুন ৷ আমিন ৷