আরাকানের মুসলমানদের ইতিহাস পিডিএফ ডাউনলোড

আরাকানের মুসলমানদের ইতিহাস pdf book download
পিডিএফ বুকঃ আরাকানের মুসলমানদের ইতিহাস
লেখকঃ ডা. মাহফুজুর রহমান আখন্দ
প্রকাশনাঃ বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোঃ লিঃ
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
আরাকানের মুসলমানদের ইতিহাস বইটি ২৮৫ পৃষ্ঠা ৬ এমবি পিডিএফ ডাউনলোড করুন! ৩টি সার্ভারের ৫টি পিডিএফ ডাউনলোড লিংক দেয়া হয়েছে Arakaner Musolmander Itihash বইটি ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
আরাকানের মুসলমানদের ইতিহাস

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী অঞ্চল আরাকান ৷ এটি বর্তমানে মিয়ানমারের রাখাইন স্টেট নামে পরিচিত একটি প্রদেশ ৷ খ্রিস্টপূর্ব ২৬৬৬ অব্দ থেকে ১৭৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার বছর ধরে এর স্বাধীন সত্তা, সাংস্কৃতিক স্বকীয়তা, রাজনৈতিক ঐতিহ্য ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে ৷ এর উত্তরে চীন ও ভারত, দক্ষিণ ও পশ্চিমে বঙ্গোপসাগর, উত্তর ও পশ্চিমে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী নাফ নদীর মধ্যসীমা এবং পার্বত্য চট্টগ্রাম ৷ যোগাযোগের সুবিধা ও ঐতিহ্যগত দিয়ে মিয়ানমারের চেয়ে চট্টগ্রামই আরাকানের কাছাকাছি ও বন্ধুপ্রতীম অঞ্চল‌ ৷

প্রতিবেশী বাংলার সহায়তায় বিভিন্ন সময় এখানকার অর্থনীতি, সমাজ, সাহিত্য-সংস্কৃতি ও রাষ্ট্রীয় প্রশাসনের ক্ষেত্রে মিয়ানমার থেকে একটি অভিনব এবং স্বতন্ত্র অধ্যায় বিনির্মাণে সক্ষম হয়েছিল ৷ বিশেষ করে ১৪০৬ খ্রিস্টাব্দে আরাকানের রাজা নরমিখলা বার্মার রাজা মেঙ শো ওয়াই কতৃক স্বীয় পিতৃরাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলায় আশ্রয় গ্রহণ করেন এবং দীর্ঘ চব্বিশ বছর বাংলায় অবস্থানের পর ১৪৩০ খ্রিস্টাব্দে বাংলার সুলতান জালাল উদ্দিন মুহাম্মদ শাহের প্রত্যক্ষ সহযোগিতায় আরাকান পুনরুদ্ধার করেন ৷ সেসময় আরাকানের তুলনায় বাংলার মুসলমানদের জীবনবোধ ও সংস্কৃতির মান উন্নততর ছিল বিদায় নরমিখলা স্বয়ং মুহাম্মদ সোলায়মান শাহ উপাধি ধারণ করে বাংলার মুসলমানদের অনুকরণে আরাকানে সামাজিক ও রাজনৈতিক বিধি বিধান চালু করেন ৷

বাংলার অনুকরণে শাসকদের মুসলিম নাম গ্রহণ, অশ্লীলতা ও সুরামুক্ত রাজকীয় অভিষেক অনুষ্ঠান পালন, বিচারব্যবস্থা কার্যকর করতে কাজী ও জল্লাদ প্রথার প্রচলনসহ মুসলিম রীতিনীতির বিভিন্ন অনুশাসনের প্রচলন করা হয় ৷ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মুসলিম অমাত্যবর্গের অন্যান্য ভূমিকা ছাড়াও তাদের আর একটি বড় অবদান হলো, তারা মুসলিম কবিসাহিত্যিকদেরকে পৃষ্ঠপোষকতা দান করে বাংলা সাহিত্যের ভিত্তিমূল শক্ত করেছিলেন ৷ মূলত খ্রিষ্টীয় সপ্তদশ শতাব্দীতে মুসলিম প্রভাবিত আরাকান অমাত্যসভায় মুসলমান কবিদের হাতেই বাংলা সাহিত্য পরিপুষ্ট অর্জন করেছিল, যার ফলাফল বহুমুখী ও দীর্ঘস্থায়ী হয়েছিল ৷

আরাকান অঞ্চল হিন্দু-মুসলিম ও বৌদ্ধ জাতিগোষ্ঠীর মিলন কেন্দ্ররূপে পরিগণিত হলেও ইসলাম তাদের উপর এমনভাবে প্রভাব বিস্তার করেছিল যে, এ বিচিত্র সাংস্কৃতিক আবহাওয়ায় লালিত হয়েও তারা সব রকমের দ্বন্দ্ব-কলহ ও জাতি বৈরিতাকে তুচ্ছজ্ঞান করেছিল ৷ কিন্তু স্বাধীনতাউত্তর মিয়ানমারে বিশেষত বর্তমান সামরিক সরকার ইসলামের সেই ইতিহাস-ঐতিহ্য মুছে ফেলে মুসলিম জাতিসত্তাকে সমূলে বিনষ্ট করার নিমিত্তে সার্বজনীন মানবাধিকারের প্রতি তোয়াক্কা না করে মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে ৷ (—সংক্ষিপ্ত)