পিডিএফ বুকঃ | ১৯৭৫ সাল |
লেখকঃ | সৈয়দ আলী আহসান |
প্রকাশনাঃ | বাড কম্প্রিট এণ্ড পাবলিকেশন্স |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
১৯৭৫ সাল লেখকঃ সৈয়দ আলী আহসান বইটি ১৬৭ পৃষ্ঠা ২ এমবি পিডিএফ ডাউনলোড করুন! ৩টি সার্ভারের পিডিএফ ডাউনলোড লিংক দেয়া হয়েছে 1975 Shal বইটি ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
১৯৭৫ সাল আমাদের দেশের জন্য একটি সংকটের কাল বলা যেতে পারে ৷ এ বছরে আমাদের জীবনেও অনেক পরিবর্তন এসেছিল ৷ কয়েকবার বিদেশে গিয়েছিলাম এবং বিদেশীদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল ৷ সব ক্ষেত্রেই আমি একটি উত্তর দিয়েছিলাম তাহলো যা কিছুই ঘটুক না কেন আমাদের দেশ তো বেঁচে আছে এবং এদেশকে আমরা বাঁচিয়ে রাখব ৷ যা ঘটেছে তা পুনরুদ্ধার করা সম্ভবপর নয় ৷ আমাদের কর্তব্য হবে সংশয় ও দ্বিধা থেকে মুক্ত হয়ে সর্বপ্রকার গ্লানি অতিক্রম করে দেশকে একটি প্রশান্ত মূর্তিতে উজ্জ্বল রাখা ৷
১৯৭৫ সালে আমি প্রতিদিন রোজ-নামচা লিখতাম ৷ এই রোজনামচা সেদিনের সব ক'টি দিনে চিন্তা-ভাবনা এবং আশ্বাসের প্রতিবিম্ব ফুটে উঠেছে ৷ সেজন্য ইতিহাসের দিক থেকে এ বইটি মূল্যবান ৷ আমার দৃষ্টিতে কোন কিছুই আড়াল থাকেনি ৷ আমি নির্মোহ দৃষ্টিভঙ্গিতে সবকিছু দেখার চেষ্টা করেছিলাম আমার কাছে আমার ক্ষুদ্র পৃথিবীর সব সময় আমার সামনে জেগে উঠতো ৷ আমি ভাবতাম পৃথিবী এবং আমি একটি সমস্যার মধ্যে যেন আবর্তিত ৷ বিক্ষুব্ধ কখনও হইনি ৷ কিন্তু হয়তো হতাশা কখনও জেগেছে ৷
আমার বন্ধু ছিলেন বিখ্যাত হিন্দী কবি বাৎসয়িন ৷ তার সঙ্গে আমার অনেক বিষয়ে মিল ছছে ৷ তিনি সমুদ্র দেখতে ভালোবাসতেন এবং পাহাড়ের কাছে যেতে আগ্রহ প্রকাশ করতেন আমিও সমুদ্র তীরে দাঁড়িয়ে অনন্তের গতিধারা লক্ষ্য করতাম ৷ তিনি আমাকে বলেছিলেন মানব জীবনে সবকিছু মসৃণভাবে ঘটে না ৷ জীবনের শঙ্কা থাকে, আবার বাঁচবারও ইচ্ছা থাকে ৷
আমাদের উচিত শঙ্কা-বিমুক্ত হয়ে বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করা ৷
একজন লেখকের সবচেয়ে বড় প্রয়োজন বেঁচে থাকার জন্য শব্দ সংগ্রহ করা ৷
কেননা শব্দ হচ্ছে আমাদের অভিজ্ঞতার মাপকাঠি ৷ অভিজ্ঞতা যেমনিই হোক না কেন
তার গতি হচ্ছে সময়ের মধ্য দিয়ে এবং প্রতিটি প্রহর গণনার মধ্য দিয়ে ৷
আমি প্রহর গণনাকে বিশেষ মূল্য দিয়েছি_
সৈয়দ আলী আহসান