আজব শিশু - মুহাম্মদ ফরিদ উদ্দিন খান পিডিএফ ডাউনলোড

     আজব শিশু - মুহাম্মদ ফরিদ উদ্দিন খান পিডিএফ ডাউনলোড                      
                                                                                                                                                             
পিডিএফ বুকঃআজব শিশু
লেখকঃমুহাম্মদ ফরিদ উদ্দিন খান
প্রকাশনীঃবাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিমিটেড
উপস্থাপনায়ঃবাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃকামাল আহমেদ বাগী
আজব শিশু বইটি ৮২ পৃষ্ঠা ১ এমবি পিডিএফ ডাউনলোড করুন! Google Drive থেকে ডাউনলোড লিংক দেয়া হয়েছে ajob shishu pdf download করতে সমস্যা হলে কমেন্ট বা মেইল করে জানান ৷
আজব শিশু

দার্শনিক ইবনে তোফায়েল তার এই গ্রন্থে আদম সন্তান তথা মানব জাতির স্বভাব-চরিত্রে নিহিত বিশেষ গুণ বৈশিষ্ট্যগুলোকে অদ্ভুত কাল্পনিক কাহিনীর ভেতর দিয়ে প্রমাণ করে দেখাতে চেয়েছেন ৷ মানব শিশু আসলেই আল্লাহপাকের এক আজব ও সেরা সৃষ্টি ৷ মানুষ যে সর্বোত্তম সৃষ্টি তার প্রমাণ এই কাহিনীর মাধ্যমে আমরা আকর্ষণীয় ভাবে বুঝতে পারি ৷

ইবনে তোফায়েল জোর দিয়েই বোঝাতে চেয়েছেন যে, মানব শিশু যদি একাকী কোন জনমানব শূন্য দ্বীপে পশু-পাখির সাথে বড় হয় তথাপি তার ভেতর আল্লাহ যে সমস্ত সেরা গুণ-বৈশিষ্ট্য তথা বুদ্ধিবৃত্তি ও চিন্তাশক্তি দিয়েছেন, তা দিয়ে সে নিজেকে একদিন সেরা হিসেবেই দাঁড় করাবে ৷ তার সাথে আর কারো জুড়ি নেই ৷ এমনকি সে মানব সমাজের সভ্যতা-সংস্কৃতি থেকে দূরে থেকেও সৃজনশীল প্রতিভার মাধ্যমে প্রকৃতির উপর বিজয় অর্জন ও প্রকৃতির আল্লাহর জ্ঞান লাভ করতে সক্ষম ৷

 

বিঃদ্রঃ এ বইটি মোবাইল ও কম্পিউটারে পড়তে চাইলে নিচের প্রথম বাটনে ক্লিক করে পিডিএফ কপি ফ্রি ডাউনলোড করুন ৷ এছাড়া মূল কপি পেতে চাইলে দ্বিতীয় বাটনে ক্লিক করে “রকমারি” নামক অনলাইন শপ থেকে মাত্র ৳34 টাকায় বইটি অর্ডার করতে পারেন ৷ বইয়ের মূল কপি আপনার ঠিকানায় পাঠাবে, বইটি হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা দিন!