আমরা সেই সে জাতি - আবুল আসাদ পিডিএফ ডাউনলোড

     আমরা সেই সে জাতি - আবুল আসাদ পিডিএফ ডাউনলোড                      
                                                                                                                                                             
পিডিএফ বুকঃআমরা সেই সে জাতি
লেখকঃআবুল আসাদ
প্রকাশনীঃবাংলাদেশ ইসলামিক সেন্টার
উপস্থাপনায়ঃবাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃকামাল আহমেদ বাগী
আমরা সেই সে জাতি বইটি ১-৩ খন্ড ৪ এমবি পিডিএফ ডাউনলোড করুন! Google Drive থেকে ডাউনলোড লিংক দেয়া হয়েছে amra sei se jati pdf download করতে সমস্যা হলে কমেন্ট বা মেইল করে জানান ৷
আমরা সেই সে জাতি

একদম প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন ৷ খাব্বাব (রাঃ) তাদের একজন ৷ মনে হয় ইসলাম গ্রহণের ক্ষেত্রে পাঁচ-ছয় জনের পরই তার স্থান হবে ৷ তিনি একজন মহিলার ক্রীতদাস ছিলেন ৷ মহিলাটি ছিল নিষ্ঠুরতার জ্বলন্ত প্রতিমূর্তি ৷ যখন সে জানতে পারল খাব্বাব ইসলাম গ্রহণ করেছে, তখন তার উপর নির্মম অত্যাচার শুরু করা হলো ৷ অধিকাংশ সময় তাকে নগ্ন দেহে উত্তপ্ত বালুর উপর শুইয়ে রাখা হতো ৷ যার ফলে তার কোমরের গোশত গলে পড়ে গিয়েছিল ৷ ঐ নিষ্ঠুর রমনি মাঝে মাঝে লোহা গরম করে খাব্বাবের মাথায় দাঁগ দিত ৷

অনেকদিন পর হযরত ওমরের রাজত্বকালে, হযরত ওমর (রাঃ) একদিন তার (খাব্বাব) উপর নির্যাতনের বিস্তারিত জানতে চাইলেন, খাব্বাব তখন বললেন আমার কোমর দেখুন; হযরত ওমর (রাঃ) খাব্বাবের কোমর দেখে আঁতকে উঠলেন বললেন এমন কোমর আর কোথাও দেখিনি ৷ উত্তরে খাব্বাব (রাঃ) খলিফাকে জানালেন আমাকে জ্বলন্ত অঙ্গারের উপরে চেপে ধরে রাখা হতো, ফলে আমার চর্বি ও রক্তে আগুন নিভে যেত ৷

এই নির্মম শাস্তি ভোগ করা সত্ত্বেও ইসলামের যখন শক্তি বৃদ্ধি হল এবং মুসলিমদের বিজয় সূচিত হলো, তখন খাব্বাব কান্না করে বলতেন খোদা না করুন আমার কষ্টের পুরস্কার দুনিয়াতেই যেন লাভ না হয় ৷

মাত্র ৩৬ বছর বয়সে হযরত খাব্বাব (রাঃ)-এর মৃত্যু হয় এবং সাহাবাদের মধ্যে সর্বপ্রথম তিনিই কুবায কবরস্থ হন ৷ তাঁর মৃত্যুর পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন তার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন, আল্লাহ খাব্বাবের উপর রহমত নাযিল করুন, তিনি নিজের খুশিতে মুসলিম হয়েছিলেন ৷ নিজ খুশিতেই হিজরত করেছিলেন ৷ তিনি সমস্ত জীবন জিহাদে কাটিয়ে দিয়েছেন এবং অশেষ নির্যাতন ভোগ করেছিলেন ৷

 

বিঃদ্রঃ এ বইটি মোবাইল ও কম্পিউটারে পড়তে চাইলে নিচের প্রথম বাটনে ক্লিক করে পিডিএফ কপি ফ্রি ডাউনলোড করুন ৷ এছাড়া মূল কপি পেতে চাইলে দ্বিতীয় বাটনে ক্লিক করে “রকমারি” নামক অনলাইন শপ থেকে ৳207 টাকায় বইটি অর্ডার করতে পারেন ৷ বইয়ের মূল কপি আপনার ঠিকানায় পাঠাবে, বইটি হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা দিন!