আন্তর্জাতিক সম্পর্ক দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ তত্ত্বীয় দৃষ্টিকোণ

    আন্তর্জাতিক সম্পর্ক দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ তত্ত্বীয় দৃষ্টিকোণ                     
                                                                                                                                                             
পিডিএফ বুকঃআন্তর্জাতিক সম্পর্ক দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ তত্ত্বীয় দৃষ্টিকোণ
লেখকঃআবুল কালাম
প্রকাশনীঃবাংলা একাডেমী
উপস্থাপনায়ঃবাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃকামাল আহমেদ বাগী
আন্তর্জাতিক সম্পর্ক দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ তত্ত্বীয় দৃষ্টিকোণ বইটি ৪৩৫ পৃষ্ঠা ৭ এমবি পিডিএফ ডাউনলোড করুন! Google Drive থেকে ডাউনলোড লিংক দেয়া হয়েছে antorjatik samporko dokkhin eshiya o bangladesh pdf download করতে সমস্যা হলে কমেন্ট বা মেইল করে জানান ৷
আন্তর্জাতিক সম্পর্ক দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ তত্ত্বীয় দৃষ্টিকোণ বই সম্পর্কে

সমকালীন জ্ঞান ও গবেষনা অনুশীলনের ক্ষেত্রে একটি চিত্তাকর্ষক বিবর্তন ঘটেছে ৷ এ চিত্তাকর্ষক দিকটি হলো বিশ্বের বৃহত্তর সামাজিক গোষ্ঠী, দল-উপদল, বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে সংঘটিত জনসমষ্টি বা জাতীয় রাষ্ট্রের কার্যক্রম ও আচরণ সম্পর্কে পূর্ণ আগ্রহের সঞ্চার ৷

এই নবতর প্রয়াসের লক্ষ্য হচ্ছে বিশ্ব জনগোষ্ঠীর বিভিন্ন পর্যায়ে, এসব জাতীয় রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যেসব শক্তি ও প্রভাব কাজ করছে, সেসবের প্রকৃতি এবং অবস্থা অনুধাবন বা উপলব্ধি করা ৷ এই জ্ঞানান্বেষণ প্রতিক্রিয়ার ফলে প্রতিষ্ঠা লাভ করে নতুন অধিতব্য বিষয়ে-আন্তর্জাতিক সম্পর্ক ৷ বর্তমান এই বিষয়ে শুধু পাঠ্য বিষয় হিসেবে স্বীকৃতি লাভ করেনি, স্বীকৃতি পেয়েছে একটি স্বতন্ত্র অধ্যায় এবং জ্ঞান গবেষণার বিষয় হিসেবেও ৷ শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্পর্ক সমকালে ক্রমশ সার্বিকভাবে পূর্ণতা লাভ করে চলেছে, এতে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে জ্ঞানতত্ত্বের গভীরতা ও জটিলতা ৷

 

বিঃদ্রঃ এ বইটি মোবাইল ও কম্পিউটারে পড়তে চাইলে নিচের প্রথম বাটনে ক্লিক করে পিডিএফ কপি ফ্রি ডাউনলোড করুন ৷ এছাড়া মূল কপি পেতে চাইলে দ্বিতীয় বাটনে ক্লিক করে “রকমারি” নামক অনলাইন শপ থেকে ৳128 টাকায় বইটি অর্ডার করতে পারেন ৷ বইয়ের মূল কপি আপনার ঠিকানায় পাঠাবে, বইটি হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা দিন!