পিডিএফ বুকঃ | এন্তেখাবে হাদীস |
লেখকঃ | আবদুল গাফফার হাসান নদভী |
প্রকাশনীঃ | প্রফেসর’স প্রকাশনী |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
এন্তেখাবে হাদীস কিতাবটি ১-৩ খন্ড ও ভার্সন ১০ এমবি পিডিএফ ডাউনলোড করুন! Google Drive থেকে ডাউনলোড লিংক দেয়া হয়েছে entekhabe hadis o islam pdf download করতে সমস্যা হলে কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
স্বনামধন্য মাসিক ইসলামী গবেষণা পত্রিকা ‘মাসিক পৃথিবী’তে জানুয়ারী ২০১২ থেকে আমরা নিয়মিত একটি করে হাদিসের দারস লিখে আসছি ৷ বেশ কয়েকজন সম্মানিত পাঠকের পরামর্শের প্রেক্ষিতে আমরা সেসব দারসের সিরিজ প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি ৷
সিরিজের প্রথম খন্ড বিধায় এটিতে আমরা প্রথমেই হাদিস সংক্রান্ত কিছু মৌলিক বিষয়ের আলোচনা সন্নিবেশ করেছি ৷ কেননা হাদীসের দারস প্রদানকারী ও শ্রবণকারী উভয়ের জন্যই বিষয়গুলো সহায়ক হবে বলে আমরা মনে করি ৷
প্রতিটি হাদীসেই সরল অনুবাদের পর রাবীর সংক্ষিপ্ত জীবনী এবং হাদীসের বিষয়বস্তু ব্যাখ্যা ও প্রাসঙ্গিক আলোচনা শেষে শিক্ষনীয় বিষয়গুলো আলোকপাত করেছি ৷ রাবির পরিচয় দিতে গিয়ে কয়েকজন সাহাবীর জীবনী একাধিকবার এসেছে ৷ এক্ষেত্রে পাঠককে পিছনের দিকে ইঙ্গিত না করে আমরা তা যথাস্থানে পুনরায় উল্লেখ করেছি ৷ ফলে বইয়ের কলেবর বৃদ্ধি পেলেও পাঠকের জন্য সুবিধাজনক হয়েছে বলে আমাদের বিশ্বাস ৷ যেসব হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়েছে সেগুলোকে আমরা প্রথমত সহীহাইন অথবা অন্য কোন সহীহ গ্রন্থ এবং তারপর সুনানের গ্রন্থ থেকে চয়ন করেছি ৷