পিডিএফ বুকঃ | জিজ্ঞাসা ও জবাব |
লেখকঃ | খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর |
প্রকাশনীঃ | আস-সুন্নাহ পাবলিকেশন্স |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহঃ) রচিত, জিজ্ঞাসা ও জবাব বইটি ১-২ খন্ড ২৬ এমবি পিডিএফ ডাউনলোড করুন! Google Drive থেকে ডাউনলোড লিংক দেয়া হয়েছে jiggasha o jobab pdf download করতে সমস্যা হলে কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
বস্তুত ইলমুল ফিকহ হচ্ছে প্রশ্নোত্তরের সমষ্টি ৷ এজন্যই ইমাম আবু হানিফাকে ফিকহের জনক বলা হয় ৷ কারণ তিনি প্রায় সকল প্রশ্নের অবতারণা করেছেন ৷ আর তার অর্ধেক উত্তর দিয়ে গেছেন ৷ বাকিগুলোর উত্তর অন্য ফকীহগণ দিয়েছেন ৷
সুতরাং উম্মতের মধ্যে যারাই ফকীহ হবেন তারাই ইমাম আবু হানীফা রাহিমাহুল্লাহর পরিবারভুক্ত হবেন ৷ এটাই ইমাম শাফেঈর বক্তব্য, আর তা-ই যথার্থ ৷