জিজ্ঞাসা ও জবাব ১ম-২য় খন্ড - খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

    জিজ্ঞাসা ও জবাব ১ম ও ২য় খন্ড pdf download   
 
পিডিএফ বুকঃ জিজ্ঞাসা ও জবাব
লেখকঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
প্রকাশনীঃ আস-সুন্নাহ পাবলিকেশন্স
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহঃ) রচিত, জিজ্ঞাসা ও জবাব বইটি ১-২ খন্ড ২৬ এমবি পিডিএফ ডাউনলোড করুন! Google Drive থেকে ডাউনলোড লিংক দেয়া হয়েছে jiggasha o jobab pdf download করতে সমস্যা হলে কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
জিজ্ঞাসা ও জবাব গ্রন্থ প্রসঙ্গেঃ
প্রত্যেক যুগে ও এলাকায় এক বা একাধীক মুজতাহিদ থাকা বাঞ্ছনীয় ৷ না থাকলে উম্মতের সমূহ ক্ষতি হয়ে যাবে ৷ রাসূলুল্লাহ (সঃ) বলেছেন; আল্লাহতা'লা ইলম একেবারে উঠিয়ে নিবেন না, তিনি আলেমগণকে নিয়ে যাবার মাধ্যমে ইলম উঠিয়ে নিবেন ৷ অতঃপর যখন কোন আলেম থাকবে না তখন লোকেরা তাদের মধ্যকার জাহিল লোকদেরকে তাদের নেতা বানাবে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে এবং তারা ইলম ব্যতিত উত্তর দিবে, এতে করে তারা নিজেরা পথভ্রষ্ট হবে অপরকেও পথভ্রষ্ট করবে ৷ (বুখারী ১০০; মুসলিম ২৬৭৩) ৷

বস্তুত ইলমুল ফিকহ হচ্ছে প্রশ্নোত্তরের সমষ্টি ৷ এজন্যই ইমাম আবু হানিফাকে ফিকহের জনক বলা হয় ৷ কারণ তিনি প্রায় সকল প্রশ্নের অবতারণা করেছেন ৷ আর তার অর্ধেক উত্তর দিয়ে গেছেন ৷ বাকিগুলোর উত্তর অন্য ফকীহগণ দিয়েছেন ৷

সুতরাং উম্মতের মধ্যে যারাই ফকীহ হবেন তারাই ইমাম আবু হানীফা রাহিমাহুল্লাহর পরিবারভুক্ত হবেন ৷ এটাই ইমাম শাফেঈর বক্তব্য, আর তা-ই যথার্থ ৷