পিডিএফ বুকঃ | অবাক সেনাপতি |
লেখকঃ | মোশাররফ হোসেন খান |
প্রকাশনীঃ | যোগাযোগ পাবলিশার্স |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
অবাক সেনাপতি বইটি ৮৪ পৃষ্ঠা ৪ এমবি পিডিএফ ডাউনলোড করুন! Google Drive থেকে ডাউনলোড লিংক দেয়া হয়েছে obak senapoti pdf download করতে সমস্যা হলে কমেন্ট বা মেইল করে জানান ৷
কুরাইশদের বুকে জ্বলছে প্রতিশোধের আগুন ৷ কিছুতেই ভুলতে পারছে না তারা বদরের পরাজয়ের গ্লানি ৷ ভাবতে পারছেনা কিভাবে এটা সম্ভব হলো? মাত্র ৩১৪ জনের কাছে ১০০০-এর এক বিশাল সুসজ্জিত বাহিনীর পরাজয় তাদেরকে ফেলে দিয়েছে বিস্ময়ের গভীরে ৷
বদরে পরাজয়ের পর বল্লম বিদ্ধ হরিণের মতো কেবল অস্থিরভাবে ছুটতে থাকে দুর্ধর্ষ কুরাইশরা ৷ একটি যন্ত্রণার কাঁটা বিঁধে গেল তাদের শক্ত পাঁজরে ৷ অন্ধকার জমাট হয়ে এলো তাদের সামনে ৷ ইবলিশ ভাবলো এই তো সঠিক সময়! অন্ধকারের কালো পর্দা ফুঁড়ে ইবলিশ তাদেরকে প্ররোচিত করে তুলল পুনর্বার ৷
তারা চলে গেল আবু সুফিয়ানের কাছে, বলল আপনি আমাদের এখন দলনেতা ৷ বদর যুদ্ধে আমাদের অনেকেরই পিতা, সন্তান, ভাই হারিয়েছে ৷ এর প্রতিশোধ না নিলে আমরা ঘুমোতে পারব না ৷ স্বস্তি নেই আমাদের বুকে ৷ আপনার কাছে আমাদের গোত্রের ব্যবসার সম্পদ ৷ সেগুলো দিয়ে দিন আমাদের ৷ সেসব খরচ করব আমরা যুদ্ধের জন্য, আমরা পুনর্বার মুখোমুখি হতে চাই মুহাম্মদের প্রতিশোধ নিতে চাই আমরা!!!