মধ্যবিত্ত সমাজের বিকাশ - আবদুল মওদুদ | moddobitto somajer bkash পিডিএফ ডাউনলোড

     মধ্যবিত্ত সমাজের বিকাশ - আবদুল মওদুদ | moddobitto somajer bkash পিডিএফ ডাউনলোড                  
                                                                                                                                                             
পিডিএফ বুকঃমধ্যবিত্ত সমাজের বিকাশ
লেখকঃআবদুল মওদুদ
প্রকাশনীঃমাওলা ব্রাদার্স
উপস্থাপনায়ঃবাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃকামাল আহমেদ বাগী
মধ্যবিত্ত সমাজের বিকাশ বইটি ৩৮১ পৃষ্ঠা ১২ এমবি পিডিএফ ডাউনলোড করুন! Google Drive থেকে ডাউনলোড লিংক দেয়া হয়েছে moddobitto somajer bkash pdf download করতে সমস্যা হলে কমেন্ট বা মেইল করে জানান ৷
মধ্যবিত্ত সমাজের বিকাশ বই সম্পর্কে

বর্তমান যুগের সামাজিক বিবর্তনের চরম ফলশ্রুতি হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ৷ এই বিকাশ চলছে অপ্রতিহত গতিতে ৷ রাষ্ট্রনীতি ক্ষেত্রে আর্থিক জগতে এবং সাহিত্য ও সংস্কৃতিতে ৷ এ যুগে পৃথিবীর বুক থেকে যেমন রাজতন্ত্র ও একনায়কতন্ত্র ধীরে ধীরে বিদায় গ্রহণ করেছে এবং তদস্থলে দেশে দেশে গণতান্ত্রিক শাসনাধিকারের অভিষেক চলছে, তেমনই এ অভিষেকে মধ্যবিত্ত সন্তানের রাষ্ট্রনায়ক অথবা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীরূপে রাজগিও প্রতিষ্ঠিত হচ্ছে ৷ বস্তুত, এ যুগের সমাজ ব্যবস্থায় মধ্যবিত্ত শ্রেণীই রাষ্ট্র বিষয়ক সব কিছুই কুক্ষিগত করে ফেলেছে ৷

চৌদ্দ শতকে ইংল্যান্ডে শিল্প*বাণিজ্যের প্রসার ও সামাজিক তথা শ্রম সম্পর্কিত পৃথক ব্যবস্থার উদ্ভব হওয়ার ফলেই সেখানে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয় ৷ শিল্প-বাণিজ্যের প্রসারের ফলে দেশ যতই নাগরিক রূপায়নের দিকে অগ্রগতি লাভ করতে থাকে, ততই নাগরিক অধিকার সম্পর্কে এ শ্রেণী আত্মসচেতন হতে থাকে ৷ এই নাগরিক অধিকার সম্পর্কে আত্মসচেতনতা ক্রমে ক্রমে এই শ্রেণীকে আত্মনিয়ন্ত্রণাধিকার দাবিতে উদ্বুদ্ধ করে ৷ তার ফলে দেশ শুধু বাণিজ্য শিল্পায়নের দিকেই অগ্রগতি লাভ করেনি, নিয়মতান্ত্রিক শাসনাধিকারের দাবিতেও জনগণ সোচ্চার হয়ে ওঠে ৷ এভাবে পাশ্চাত্য জগতে যে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়, তাঁর দুটি চরিত্রগত বৈশিষ্ট্য অত্যান্ত প্রকট হয়ে ওঠে ৷ প্রথমত, এ মধ্যবিত্ত শ্রেণীর নিজেদের পেশাগত স্বার্থের তাগিদে এক সূত্রে গ্রথিত হতে থাকে এবং তাদের জীবনধারা, মূল্যবোধ ও আচরণের প্যাটার্ন একীভূত হয় ৷ দ্বিতীয়তঃ এ শ্রেণি কতগুলো উদারনৈতিক ও গণতান্ত্রিক জীবনধারার মূল্যায়নে সজাগ হয়ে ওঠে এবং তাদের সামাজিক ও রাষ্ট্রিক কর্মক্ষেত্রে সেসব নব মূল্যায়ন সুস্পষ্ট হয়ে ওঠে ৷ কালক্রমে অর্থ, শিক্ষা ও শক্তিতে বলিয়ান হয়ে এ নতুন সমাজশ্রেণী রাষ্ট্রনীতিক ক্ষেত্রে বিপ্লব আনয়ন করতে সক্ষম হয় এবং রাষ্ট্রীয় বিপ্লবের ফলে মধ্যবিত্ত সন্তান রাষ্ট্রীয় শাসনও গ্রাস করে ৷


বিঃদ্রঃ এ বইটি মোবাইল ও কম্পিউটারে পড়তে চাইলে নিচের প্রথম বাটনে ক্লিক করে পিডিএফ কপি ফ্রি ডাউনলোড করুন ৷ এছাড়া মূল কপি পেতে চাইলে দ্বিতীয় বাটনে ক্লিক করে “রকমারি” নামক অনলাইন শপ থেকে ৳181 টাকায় বইটি অর্ডার করতে পারেন ৷ বইয়ের মূল কপি আপনার ঠিকানায় পাঠাবে, বইটি হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা দিন!