বই ডাউনলোড করার পদ্ধতি

আসসালামু আলাইকুম সম্মানিত পাঠক/পাঠিকাদের দৃষ্টি আকর্ষণ করছি! আপনাদের দীর্ঘদিনের একটা অভিযোগ ছিলো এই সাইট থেকে বই ডাউনলোড করতে গিয়ে সমস্যার মুখোমুখি হওয়া, আল্লাহ চাইলে এবার আর এমন সমস্যা থাকবে না ৷

বই ডাউনলোড করার পদ্ধতি-(১)
প্রতিটা বইয়ের নিচে তিনটা বাটন দেয়া আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে Google Drive এর ৷ আপনি প্রথম বাটনে টাস করলে সরাসরি বইয়ের ফোল্ডারে নিয়ে যাবে ৷ সেখান থেকে বইয়ের উপরে টাস করলে বইটি ওপেন হবে এবং উপরে ডানপাশে ডাউনলোড বাটন দেখতে পাবেন ৷ ডাউনলোড বাটনে টাস করলে বইটি ডাউনলোড হবে ৷ উক্ত বউটি পাবেন আপনার মোবাইল বা কম্পিউটারের Download নামক ফোল্ডারে ৷

বই ডাউনলোড করার পদ্ধতি-(২)
প্রথম নিয়মে বই ডাউনলোড করতে না পারলে যা করবেন তা হলোঃ যে বইটি ডাউনলোড করতে চান, ব্রাউজারের এড্রেসবারে থেকে সে বইয়ের লিংক কপি করুন ৷



এরপর ব্রাউজার থেকে new incognito tab এ গিয়ে লিংকটি পেস্ট করুন ৷ এরপর Google Drive বাটনে ক্লিক করে প্রথম নির্দেশনামতো কাজ চালিয়ে চান এবার অবশ্যই ডাউনলোড হবে ৷

বই ডাউনলোড করার পদ্ধতি-(৩)
লেখাগুলো পড়ে না বুঝলে সরাসরি ভিডিওতে দেখুন ৷ তবুও কোন সমস্যা হলে সাইটের একদম নিচে যোগাযোগ ফর্ম আছে, সেখানে বইয়ের নাম, আপনার নাম ঠিকানা, মোবাইল নাম্বার লিখে ই-মেইল করুন, আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন, জাযাকাল্লাহুল খাইর ৷