আল লুলু ওয়াল মারজান pdf - Al Lulu Wal Marjan

আল লুলু ওয়াল মারজান - মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকী
Al-Lu'lu Wal Marjan pdf bangla, bangla hadiser kitab pdf,
পিডিএফ বুকঃ আল লুলু ওয়াল মারজান
লেখকঃ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকী
প্রকাশনাঃ পিস পাবলিকেশন্স
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী

আল লুলু ওয়াল মারজান pdf, আল লুলু ওয়াল মারজান কিতাব সম্পর্কে

ইমাম বুখারী ও ইমাম মুসলিমের অনবদ্য ও অন্যান্য সংকলন “আল লুলু ওয়াল মারজান” নামক মূল্যবান গ্রন্থটি প্রকাশিত হলো ৷

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামী জীবনবিধানের মূল ভিত্তি হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন ও রাসূল (সঃ) এর পবিত্র মুখ থেকে নিঃসৃত সহিহ হাদিস ৷ বিশ্ব সংবিধান আল কুরআন এবং সহিহ হাদিসের ভিত্তি মূল হল আল্লাহর ওহী ৷ আল্লাহর রাসূল (সঃ) নিজের মনগড়া কোন কথাই বলতেন না, রাসূল যদি নিজের পক্ষ থেকে কোন কথা বলতেন তাহলে আল্লাহ তার নবীর জীবন শেষ করে দিতেন এবং তার জন্য রক্ষাকারী কেউই নেই এমন ঘোষণা সূরা হাক্কার ৪৪ থেকে ৪৭ নং পর্যন্ত এই চারটি আয়াতে বলা হয়েছে ৷

আরও ইসলামি বই ডাউনলোড করুন
নাস্তিকতাবাদের পতন - nastikotabader poton
অমানিশার আলোকমালা
খাসায়েসুল কুবরা বা রাসূল (সা,) এর জিবনের অত্যাশ্চর্য ঘটনাবলী

সুতরাং তার (রাসূল সঃ) যাবতীয় কথা এবং কাজ সমর্থন ওহীভিত্তিক ছিল ৷ বস্তুত আল্লাহর মহা বাণী টপবিত্র কুরআন যেমন আল্লাহর ওহী, তেমনি মহানবীর মহা বাণীও আল্লাহ ওহী, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই ৷

মহান আল্লাহ তায়ালা জিবরাইল (আঃ) এর মাধ্যমে রাসুলুল্লাহ (সাঃ) এর নিকট সরাসরি পবিত্র কুরআন পেশ করেছেন ৷ পবিত্র কুরআনের অক্ষর, শব্দ, বাক্য, ভাষা সবকিছুই শাশ্বত ও চিরন্তন ৷ পবিত্র কুরআন “ওহী মাতলু” পক্ষান্তরে হাদিস হচ্ছে “ওহীয়ে গায়রে মাতলু” যার ভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এর অন্তরে আদিষ্ট হয়েছে এবং রাসুলুল্লাহ সাঃ এর নিজের ভাষায় তা ব্যক্ত করেছেন ৷ মোটকথা স্বয়ং রাসূলূল্লাহ (সঃ) পবিত্র কুরআনের আদেশ-নিষেধসমূহ ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে বাস্তবায়িত করার যে পদ্ধতি অবলম্বন করেছেন, তাই সহীহ হাদিস ৷ এ কারণেই সহীহ হাদিসকে পবিত্র কুরআনের বাস্তব রূপ এবং বিস্তারিত ব্যাখ্যা বলা যায় ৷

 

বিঃদ্রঃ এ বইটি মোবাইল ও কম্পিউটারে পড়তে চাইলে নিচের প্রথম বাটনে ক্লিক করে পিডিএফ কপি ফ্রি ডাউনলোড করুন ৷ এছাড়া মূল কপি পেতে চাইলে দ্বিতীয় বাটনে ক্লিক করে “বইবাজার” নামক অনলাইন শপ থেকে ৳648 টাকায় বইটি অর্ডার করতে পারেন ৷ বইয়ের মূল কপি আপনার ঠিকানায় পাঠাবে, বইটি হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা দিন!