আযানের মাধ্যমে কাদেরকে নামাজের জন্য ডাকা হয় pdf book

     আযানের মাধ্যমে কাদেরকে নামাজের জন্য ডাকা হয়     
নামাজের আযান
                                                                                                                                                             
পিডিএফ বুকঃআযানের মাধ্যমে কাদেরকে নামাজের জন্য ডাকা হয়
লেখকঃঅধ্যাপক গোলাম আযম
প্রকাশনীঃকামিয়াব প্রকাশন লিমিটেড
উপস্থাপনায়ঃবাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃকামাল আহমেদ বাগী

আযানের মাধ্যমে কাদেরকে নামাজের জন্য ডাকা হয়

আল্লাহ তায়ালা মানুষকে অত্যন্ত ভালোবাসেন ৷ এক যুদ্ধে এক দুগ্ধবতী মহিলা বন্দী হয়েছিলেন ৷ তার সন্তানের স্নেহ তাকে উতলা করলে সে যে কোন শিশুকে কোলে নিয়ে দুধ খাওয়ায় ৷ এ অবস্থা জেনে রাসূল (সাঃ) বলেন এ মহিলা কি তার সন্তানকে আগুনে ফেলে দিতে পারে? সাহাবা কেরাম বললেন না পারে না ৷ রাসূল (সাঃ) বললেন মানুষের প্রতি আল্লাহর ভালোবাসায় এর চেয়েও অনেক বেশি ৷

আরও প্রয়োজনীয় বই পিডিএফ ডাউনলোড করুন
বৈজ্ঞানিক দৃষ্টিতে রাসূল (সঃ) এর মিরাজ
তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে মাযহারী, জালালাইন সহ ৩০টি তাফসির গ্রন্থের বাংলা অনুবাদ pdf
নজরুল রচনাবলী ১-১২ pdf

রাসূল (সাঃ) বলেছেন আল্লাহর অন্তরে যে দয়া আছে এর একশ ভাগের মাত্র এক ভাগ তিনি সৃষ্টি জগতে সবার মধ্যে বন্টন করে দিয়েছেন বাকি ৯৯ ভাগ তার নিকট রক্ষিত আছে ৷ ঐ এক ভাগের কারণেই পশু পর্যন্ত এমন আচরণ করে যাতে সন্তানের কষ্ট না হয় ৷ মানুষকে সৃষ্টি করার আগেই আল্লাহ রাব্বুল আলামীন তাদের যাবতীয় প্রয়োজন পূরণের সুব্যবস্থা করেছেন ৷ জমিনকে তার বসবাস উপযোগী করেছেন ৷ পানির ব্যবস্থা করেছেন ৷ আগুন সৃষ্টি করেছেন, এসবকে মানুষের খেদমতে লাগিয়ে রেখেছেন ৷ এদের খেদমতেই মানুষ দুনিয়ায় সুখ শান্তি উপভোগ করে ৷

কিন্তু আল্লাহতালা যখন কোন নাফরমানীর কারণে মানুষের উপর অসন্তুষ্ট হন, তখন এসব খেদমতের জিনিস দিয়েই মানুষকে শাস্তি দেন ৷ শান্ত জমিনকে ভূমিকম্প আগ্নেয়গিরি ইত্যাদি দিয়ে অশান্ত করেন ৷ জীবনস্বরূপ পানিকে জলোচ্ছ্বাস ও বন্যায় পরিণত করে মৃত্যুর কারণ ঘটান ৷ আরামদায়ক বাতাসকে প্রচন্ড ঝড়ে পরিণত করেন ৷ মানুষের খাদেম আগুনকে ভয়ানক শত্রু বানিয়ে দেন ৷

আল্লাহ তায়ালা যখন মানুষের উপর সন্তুষ্ট থাকেন তখন এসব উপাদানকেই মানুষের জন্য মহা নিয়ামতের মাধ্যমে হিসাবে সক্রিয় রাখেন ৷ যদি এই উপাদানগুলো তাদের খেদমত জারি রাখে তাহলে বাতাসও বৃষ্টি, জমিনকে মানুষের জন্য প্রয়োজনীয় সকল শস্য উৎপাদনের সহযোগিতা করে সূর্য ও প্রয়োজনীয় আলো দিয়ে এ কাজে সহায়তা করে ৷ আগুনের ভয়ানক ধ্বংসকারী শক্তি সেবকের দায়িত্ব পালন করে ৷

 

আযানের বাংলা অর্থ, আযানের দোয়া, আযান বিষয়ক ইসলামী বই