ঈদুল ফিতর ঈদুল আযহা - আবদুস শহীদ নাসিম PDF Bangla Book

ঈদুল ফিতরের আলোচনা boi
ইদুল ফিতর ঈদুল আযহা - আবদুস শহীদ নাসিম

ইসলামের ঈদ কালচার সারা বিশ্বের প্রায় শোয়াশো কোটি মুসলমানের হৃদয় জুড়ে ৷ ঈদ আসে প্রতিবছর ঈদের আনন্দ অনুভব করে মুসলিম সমাজের প্রতিটি সদস্য ৷ ধনী-গরীব সাদা-কালো সকল মুসলমানের জন্যই সমান ৷ 

এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া যেখানেই আছে মুসলিম সেখানেই আছে ঈদ ৷ ঈদের আনন্দে সকল মুসলমানের সমান অধিকার ৷ ভৌগোলিক সীমানার সাথে নেই এর কোন সম্পর্ক ৷ বিশ্বাস ও আদর্শের সাথে মুসলিম কোন ভৌগোলিক জাতি নয়, ভাষা কেন্দ্রিক জাতি নয়,  মুসলমান একটি উম্মতের নাম মুসলিম উম্মাহ হিসেবে এর পরিচয় কতগুলো সুনির্দিষ্ট বিশ্বাস ও বিধানের ভিত্তিতে গঠিত হয়েছে এই উম্মাহ ৷ তাই এটি একটি আদর্শিক উম্মাহ অর্থাৎ মুসলমান একটি আদর্শিক জাতির নাম ৷ তাই সারা বিশ্বের মুসলমান একই বিশ্বাস ও বিধানের অনুসারী, একই সাংস্কৃতিক মূল ধারার অধিকারী আলীম, কারণ তাদের সভ্যতার সংস্কৃতিতো তাদের আদর্শের প্রসূত ৷

সারা বিশ্বের মুসলমান এক আল্লাহ হতে বিশ্বাসী,এক রিসালাতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, এক কিতাব আল কুরআনে তারা অনুসারী, এক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের তারা অনুগামী ৷ এক আল্লাহর সন্তুষ্টি ও তার পুরস্কারের তারা আকাঙ্খী  তারা সকলেই আল্লাহর শাস্তি থেকে আত্মরক্ষায় চেষ্টা করছে ৷
সুতরাং গোটা বিশ্বের সমস্ত মুসলমান একমুখী। হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু ইসলাম বলেছেন গোটা মুসলিম উম্মাহ এক দেহ স্বরূপ তার কোন একটি অংশ অসুস্থ হলে গোটা দেহ কষ্ট অনুভব করে ৷

ঈদুল ফিতরের আলোচনা