মাওলানা আইনুদ্দিন আল আজাদ (রহ,) ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে একটি অবিশ্বরণীয় নাম ৷ তাকে ইসলামী সংগীত সম্রাট হিসেবে মনে করা হয় কারণ তিনিই প্রথম বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিলেন সমাজের সকল অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে ৷ তিনি প্রতিষ্ঠা করেছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এবং চালু করেছিলেন নতুন একটি ধারা ৷ আচম্বিক এক সড়ক দূর্ঘটনায় তার মূত্যু হয়, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দিক… ৷
আসসালামু আলাইকুম সবাইকে! অবশেষে বাগী কুঞ্জালয় পাঠাগারের এন্ড্রয়েড অ্যাপ 3.2.8 ভার্সন রিলিজ হয়েছে! এই অ্যাপে কোরআন ও হাদিসের অনুবাদ, সীরাত, ফিকহ শাস্ত্র, ইসলামি দর্শন, ক্যারিয়ার সহ ১৫-টি বিভাগের ৩০০০+ ইসলামি বই যুক্ত করা হয়েছে যা সরাসরি অ্যাপ থেকে বিনামূল্যে ডাউনলোড করে পড়া যাবে ৷