আইনুদ্দিন আল আজাদের গজল ডাউনলোড

🎵 আল কোরআনের সৈনিক আমি নেইকো পরাজয়, এক আল্লার গোলাম… ৷
🎵 দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা ৷
🎵 দুর্নীতির ঐ আখরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা… ৷
🎵 যদি পরগাছার মত বাঁচতে হয়, যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয় ৷
🎵 কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন… ৷
🎵 ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের আড্ডা খানা, তোমাতে… ৷
🎵 স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা ৷
🎵 রক্তে কেনা বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার… ৷
🎵 তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেয় যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া ৷
🎵 ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবিরে তুই আল্লার কাছে ৷
🎵 সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে ৷
মাওলানা আইনুদ্দিন আল আজাদ (রহ,) ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে একটি অবিশ্বরণীয় নাম ৷ তাকে ইসলামী সংগীত সম্রাট হিসেবে মনে করা হয় কারণ তিনিই প্রথম বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিলেন সমাজের সকল অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে ৷ তিনি প্রতিষ্ঠা করেছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এবং চালু করেছিলেন নতুন একটি ধারা ৷ আচম্বিক এক সড়ক দূর্ঘটনায় তার মূত্যু হয়, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দিক… ৷