ফারহান আলী কাদরী পাকিস্তানের জ্যাকোবাবাদের কৃতি সন্তান হলেও বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সমধিক পরিচিত ৷ মাত্র পাঁচ বছর বয়স থেকে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তার সংগীতের হাতেখড়ি হয় ৷ তিনি সাধারণত হামদ ও নাত গেয়ে থাকেন, “নূর ওয়ালা আয়াহে নূর লেকার আয়াহে” তার একটি বিখ্যাত সংগীত ৷
তার গাওয়া বাংলা গজল হল "সালাতু সালামগো আমার" সর্বপরি তার জন্য দোয়া ও শুভ কামনা ৷
দৃষ্টি আকর্ষণ!
আসসালামু আলাইকুম সবাইকে! অবশেষে বাগী কুঞ্জালয় পাঠাগারের এন্ড্রয়েড অ্যাপ 3.2.8 ভার্সন রিলিজ হয়েছে! এই অ্যাপে কোরআন ও হাদিসের অনুবাদ, সীরাত, ফিকহ শাস্ত্র, ইসলামি দর্শন, ক্যারিয়ার সহ ১৫-টি বিভাগের ৩০০০+ ইসলামি বই যুক্ত করা হয়েছে যা সরাসরি অ্যাপ থেকে বিনামূল্যে ডাউনলোড করে পড়া যাবে ৷