ইতিহাস অভিধান (ভারত) -যোগনাথ মুখোপাধ্যায় | পিডিএফ ডাউনলোড

ইতিহাস অভিধান পিডিএফ
পিডিএফ বুকঃ ইতিহাস অভিধান (ভারত)
লেখকঃ যোগনাথ মুখোপাধ্যায়
প্রকাশনাঃ এমসি সরকার এণ্ড সন্স
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
ইতিহাস অভিধান বইটি ৩৯৪ পৃষ্ঠা ৮ এমবি পিডিএফ ডাউনলোড করুন! ৩টি সার্ভারের ৫টি পিডিএফ ডাউনলোড লিংক দেয়া হয়েছে Itihas Ovidhan বইটি ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
ইতিহাস অভিধান (ভারত পর্ব)

বাংলা বাংলা ভাষায় ইতিহাসের কোন অভিধান এতদিন ছিলো না কেন জানি না ৷ তবে নিজের কথা বলা যায়, ছাত্রজীবনের প্রায় শুরু থেকে ইতিহাসের স্নাতকোত্তর পর্যন্ত এমন একটি আভিধানিক বইয়ের প্রয়োজন বারবার অনুভব করেছি ৷ যাতে ইতিহাসের প্রয়োজনীয় সব বিষয়গুলো বর্ণানুক্রমে লেখা থাকার সুযোগে সহজেই জানা সম্ভব হয় ৷ তাছাড়া অনেক সময় অনেক ঐতিহাসিক তথ্য সম্পর্কে সন্দেহ নিরসনের জন্যও অনেক বিতর্কের সমাধানের জন্যও এরকম একটি বইয়ের প্রয়োজন অনুভব করেছি ৷

আরও বই ডাউনলোড করুন সৃষ্টিতত্ত্ব ও বিজ্ঞান - মাহমুদুল হাসান নিজামী আউটসোর্সিং কাজ শিখবেন যেভাবে (outsourcing kaj shikhben zevabe) - মোঃ আমিনুর রহমান পিডিএফ ডাউনলোড আমাদের স্বাধীনতা সংগ্রাম - অধ্যাপক আবদুল গফুর পিডিএফ ডাউনলোড

কয়েক বছর আগে যখন এ বই রচনার উদ্যোগ নেই তখন অনেক শুভাকাঙ্খী ও ইতিহাস অনুরাগী পাঠক আমাকে এ কাজে উৎসাহ দেন ও এই বইয়ের স্বার্থকতা সম্পর্কে আমার থেকেও বেশি আগ্রহ প্রকাশ করেন ৷ কিন্ত লেখার কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনুভব করতে পারি যে, মহাসাগরের মত বিশাল ভারতের ইতিহাসকে একটি বইয়ে বর্ণানুক্রমে ঢেলে সাজানো ও প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে সাধ্যের অতীত না হলেও বিশাল ঐ বইয়ের প্রকাশ প্রধানত আর্থিক কারণে, প্রায় অসম্ভব কাজ ৷ তাই অসহায় হয়েই বিষয়বস্তু নির্বাচনে কিছু সূত্র অনুসরণ করেছি বিশেষ গুরুত্বের সাথে বিষয়বস্তুর আলোচনা সীমিত রেখেছি ৷

সিন্ধু সভ্যতা থেকে স্বাধীনতা পর্যন্ত ভারতের ইতিহাস এই বইয়ের আলোচ্য বিষয় ৷ এ দীর্ঘ সময়ের ব্যবধানে ভারতের ভৌগলিক আয়তন বিভিন্ন আকার ধারণ করেছে ৷ কখোনো উত্তর-পশ্চিমে আফগানিস্তান, কখোনো বা পূর্বে ব্রহ্মদেশ পর্যন্ত ভারতের সীমানা বিস্তৃত হয়েছে ৷ নেপাল ও ভারতের মধ্যে দীর্ঘদিন কোন সুনিদিষ্ট রাষ্ট্রীয় সিমানা ছিলো না কিন্ত এই বইয়ের আলোচ্য বিষয়ের এখতিয়ার ১৯৪৭ সালের ১৫ আগস্ট তারিখে সৃষ্ট ভারতের সীমানায় সীমিত রাখা হয়েছে ৷ অর্থাৎ যা পূর্ণরূপে আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ প্রভৃতি প্রতিবেশী রাষ্ট্রগুলোর নিজস্ব ব্যপার তা এই বইয়ে স্থান পায়নি ৷ তবে সিন্ধু সভ্যতা এ নীতির উল্লেখযোগ্য ব্যতিক্রম, কারণ সিন্ধুসভ্যতার পীঠভূমি বর্তমানে পাকিস্থানের অন্তর্ভুক্ত হলেও তাকে বাদ দিয়ে ভারতের ইতিহাস শুরু করা যায় না ৷

একই কারণে সিন্ধুতে (ভারতে) আরবদের অভিযান ও এই বইয়ের বিষয়বস্তু ৷