(কবিতা) ৷ বৃষ্টির দিনে

বৃষ্টির দিনে রোমান্টিক কবিতা কামাল আহমেদ বাগী
কবিতাঃ বৃষ্টির দিনে
লেখকঃ কামাল আহমেদ বাগী

বৃষ্টি ভেজা এ দুপুরে, পথের কিনারায়,
দাঁরিয়ে আছি একা, তোমার অপেক্ষায় ৷
তুমি আসবে পরীর রূপে, স্পর্ষ করবে হাতে,
তোমার সাথে হারিয়ে যাব; বহুদূর অজানাতে ৷

নগরের সমস্ত পথ, হবে আজ আমাদের,
যেথা ইচ্ছে ঘুড়ব,আমরা, (আজ) বাঁধা কিসের?
তোমার মনের যত কথা বলবে আমার সাথে,
ইচ্ছের ডানা মেলে আজ, সুনব কান পেতে ৷

আজ কোন ভয় নয়, নয় লাজুকতা,
এ দিনটি হবে তোমার-আমার শত সৃতি গাঁথা ৷
পথের মাঝে তুমি-আমি হাত দুটি ধরে,
তোমার দিকে চেয়ে থাকব; আমার মত করে ৷
(হয়ত) তুমি লজ্জা পাবে, পথের মানুষ দেখে,
একটু মুস্কি হাসি দিয়ে, লুকাবে নিজেকে ৷

আমি শুধু চেয়ে দেখব, তোমার কাঁপা ঠোট,
হটাৎ আকাশের বিজলি; চমকাবে বিকট ৷
বৃষ্টির সাথে সারা দেহে; সৌন্দর্য ঝলমল!
এখন আর পরে না পলক, আনন্দে ছলছল ৷
হটাৎ তোমার স্পর্ষে চমকে উঠব (ভেব)
তোমার মিষ্টি হাসি দেখে, বুকে জড়িয়ে নেব…৷

২১ শে অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ আদাবর ঢাকা ৷
কৃতজ্ঞতায়ঃ কামাল আহমেদ বাগী

শব্দার্থঃ স্পর্ষ-ছোঁয়া/ধরা ৷ অজানা-কল্পনা (অর্থে) ৷ লাজুকতা-লজ্জাশীলতা ৷ সৃতি-অতীত ৷ ঠোট-অধর ৷ বিকট-প্রচন্ড/প্রচুর অর্থে ৷ পলক-দৃষ্টি ৷ ভেব-ভেবো=ভেবে নিও ৷

নির্বাচিত ভালোবাসার কবিতা নিয়ে কামাল আহমেদ বাগীর "রোমান্টিক কবিতা" নামক এন্ড্রয়েড বের হয়েছে, নিচে থেকে সরাসরি ডাউনলোড করুন! আরো কবিতা পেতে "কাব্য পেজে" যান ৷