পিডিএফ বুকঃ | দিওয়াই ই শামস ই তাবরিজ |
অনুবাদকঃ | এস খলিলউল্লাহ |
প্রকাশনাঃ | রশীদ বুক হাউজ |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
দিওয়াই ই শামস ই তাবরিজ কাব্যগ্রন্থের সরাসরি পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, আপনি চাইলে অনলাইনেও পড়তে পারেন ৷ বইটি ডাউনলোড করতে সমস্যা হলে, দয়া করে জানাবেন ৷
মহান অতীন্দ্রিয়বাদী সুফিগুরু এবং কবি জামাল উদ্দিন রুমি ১২৭৩ সালের ১৭- ই ডিসেম্বর ৬৬ বছর বয়সে দক্ষিণ তুরস্কের কোনিয়ায় সূর্যাস্তের সময় যখন দেহত্যাগ করেন, তখন তার জীবনের প্রায় ত্রিশ বৎসর বয়সের প্রবুদ্ধ জীবনের জ্যোতির্ময় অতিবাহিত হয়েছিল ৷ এই সময়ের মধ্যে তিনি ৩৫০০০টি গাথা ২০০০টি চতুষ্পদ এবং মহাকাব্য "মসনবী" রচনা করেছিলেন, সূফী ধারার মাওলাইয়াত প্রতিষ্ঠা করেছিলেন ৷
তার জীবন দর্শন এবং রচনা মহাত্ম্য তার পুত্র সুলতান ওয়ালাদ এবং অন্যন্য উত্তরসূরির নেতৃত্বে মুসলিম বিশ্বের বিশাল অঞ্চলে ছড়িয়ে গিয়েছিল, যা আলজিয়ার্স থেকে কায়রো, লাহোর এবং সারাজেভো থেকে প্রত্যন্ত আফগানিস্তান, তুরস্ক, ইরান এবং ভারতের গ্রামাঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল ৷ তার মৃত্যুর কয়েক শতাব্দী পরে এবং ইসলামের ইতিহাসের অনেক উত্থানপতন এবং বিয়োগান্ত ঘটনার পরও রুমী রচিত গাঁথাসমূহ তীর্থযাত্রীদের দ্বারা এবং ধর্মীয় সমাবেশে পরম শ্রদ্ধার সঙ্গে গীত হয়ে আসছে ৷ প্রাচ্যবিদগণ রুমিকে সর্বশ্রেষ্ঠ অতীন্দ্রিয় কবি হিসেবে স্বীকার করেন এবং প্রাচ্যবাসীগণ তার রচনাবলীকে মোহনীয়তা, গভীরতা, রহস্যময়তা ও পবিত্রতার দিক থেকে কুরআনের পরেই স্থান দিয়ে থাকেন ৷
দ্বিতীয় মহাযুদ্ধের পূর্বে মাওলাতান্ত্রিক ধারায় প্রায় ১,০০০,০০০ অনুসারী বলকান, আফ্রিকা ও এশিয়ায় বসবাস করতেন ৷ ইতিহাসে কোন কবিই—এমনকি শেক্সপিয়ার বা দান্তেও সভ্যতার উপর এমন মহিমান্বিত এবং সার্বিক প্রভাব বিস্তার করতে পারেনি এবং কোনো কবিই এরূপ ভাবাবিষ্ট এবং নিবিড়ভাবে ভক্তি অর্জন করতে সক্ষম হননি ৷
সম্মানিত পাঠক/পাঠিকাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে, সময়ের অভাবে আমরা এই কিতাবের ভূমিকা লিখতে পারিনি ।
পাঠক ও স্বেচ্ছাসেবক দলের কেউ যদি কষ্ট করে এই কিতাব সম্পর্কে ভূমিকা লিখে দেন, আশা করি সবাই উপকৃত হতে পারবো ৷ যে-কেউ এই কিতাব সম্পর্কে ভূমিকা লিখে দিবে তা এই ব্লগ, ওয়েবসাইট ও আমাদের এন্ড্রয়েড অ্যাপে প্রকাশ করা হবে ৷ সেই সাথে যে লিখবে তার নামও প্রকাশ করা হবে, জাযাকাল্লাহ্ ৷ নিচের গুগোল ড্রাইভ লিংক থেকে বইটি ডাউনলোড করে, ভূমিকা লিখে পাঠান এই ঠিকানায় kamalahmedbagi@gamil.com, ০১৭১৫-৬৫৮১৪২