কবিতাঃ | নিষ্ঠুর ভালোবাসা |
লেখকঃ | কামাল আহমেদ বাগী |
যদিও তুমি অনাদরে করেছ আমায় পর,
তবুও তুমি আমার চোখে অসীম সুধাকর ৷
রুক্ষ্ম মনে বাইরে তাকালে, ভেতরেতো নয়,
ঝড়ে পরা চোখের পানি, দাওনি আশ্রয় ৷
সুপ্ত রজনী কাটেনা-কো ঝড়ে আখি জল,
হ্রদয় জুড়ে বেদনা বিরাজ! না বুঝে তব ছল ৷
দু'নয়নে নিদ্রা হারা, তোমাকে ভাবতে গিয়ে,
এই কি তব প্রেম উপহার! নিদ্রা কেড়ে নিয়ে?
প্রেম যমুনার কুশ্রী তীরে ভিড়ালে তব ভেলা,
কেন তুমি আমায় নিয়ে করছ আজো খেলা?
ভাবছ কি আজ জানিনা তুমি, আমাকে করে পর,
জীবন মাঝে আজো আমার, আধার সহচর ৷
অলিকের বেশী চাইনা আমি, থাক তুমি সুখে,
তোমার সুখেই সুখী আমি, যদিও ব্যাথা বুকে ৷
এটাইতো চেয়েছিলে আমি করতে বৃতি,
তাইতো আজ হর্ষপূর্ণ সন্ধি তোমার সৃতি ৷
২ ই কার্ত্তিক, ১৪১৮ বঙ্গাব্দ মগবাজার ঢাকা ৷
কৃতজ্ঞতায়ঃ কামাল আহমেদ বাগী
নির্বাচিত ভালোবাসার কবিতা নিয়ে কামাল আহমেদ বাগীর "রোমান্টিক কবিতা" নামক এন্ড্রয়েড বের হয়েছে, নিচে থেকে সরাসরি ডাউনলোড করুন! আরো কবিতা পেতে "কাব্য পেজে" যান ৷