অভিমানী নারীর মন দুষ্টমিষ্টি প্রেমের কবিতা

শুধু তোমাকে চাই রোমান্টিক কবিতা কামাল আহমেদ বাগী
কবিতাঃ অভিমানী নারীর মন
লেখকঃ কামাল আহমেদ বাগী

হেমন্তের বিকেলে আজ শূণ্য এ পথ,
শিউলির পাপড়ী গুলো ঝড়ে পরার মত ৷
অবাধ সুগন্ধ তার স্নিগ্ধ দু'টি আখি,
সু'কোমল মিলন মেলা, যেন দু'টি পাখি ৷
জানি না অচেনা সুরে, বলছে কি আমায়,
আমি পুরুষ! কি করে বুঝি তার মন কি চায়?

তুমিতো পুষ্প প্রেমী, বোঝ তার ভাষা,
হয়ত বয়ে যাওয়া ঢেউয়ের নিঝুম হাসা ৷
গোধূলির রং দেখ মাখা ডালে-ডালে,
অপরূপ প্রেমের টান ঘিড়ে আছে জালে ৷
প্রকৃতির কত প্রেম কত কাছে টানা,
তুমিতো জানো! হয়ত আমার অজানা ৷
হ্রদয়ের ভাষা যদি, বোঝে অন্যজনে,
তাহলে অভিমান কি থাকতে পারে মনে?
একটু নিঝুম প্রেম; অথৈ আপন করে,
সুন না তাদের ভাষা কি চায় (অন্তরে!)

নিজের অজান্তে আজ ভুলে গেছি সব!
তোমাকে কাছে পেতে, অধীর অনুভব ৷
শুনে দেখ প্রকৃতিও সে দৃশ্যই চায়,
তাইতো বরণে আজ, খুশবু বিলায়…৷

৭ অগ্রহায়ণ ১৪২২ আদাবর ঢাকা ৷
কৃতজ্ঞতায়ঃ কামাল আহমেদ বাগী

আখি-চোখ/নয়ন ৷ হ্রদ-মন ৷ অথৈ-সুগভীর ৷ অজান্তে-অগোচরে ৷ অধীর-অনেক (প্রচুর অর্থে) ৷ বরণ-গ্রহণ ৷ খুশবু-সুগন্ধ ৷ বিলায়-বিতরণ করে ৷