(কবিতা) ৷ প্রতারক নারী ৷ কামাল আহমেদ বাগী ৷

তুমি এত নিষ্ঠুর! কষ্টের কবিতা কামাল আহমেদ বাগী
কবিতাঃ তুমি এতো নিঠুর!
লেখকঃ কামাল আহমেদ বাগী

মনটা আমার ছিল যখন রিক্ত আঙ্গিনা,
নিথর ভাবে বেঁচে ছিলাম সতত আনমনা ৷

উষ্ণ মনে কোলাহল উঠিল যেদিন জেগে,
প্রণয় মন করিল বৃতি (মনেরই আবেগে)
অথৈ সমুখে আসিল কেহ! (নিয়ে শৈল প্রীতি)
নবশশী ভাবিয়া আমি, করে ছিলাম বৃতি ৷

কূহেলী তমঃ কাটিয়া আবার আসিল নব রশ্মি,
নিকেতন মোর প্রজ্বলিত; ভাবতেই মন উদাসী ৷
তার সান্নিধ্য পেয়ে মনটা হইল উতলা,
তার জন্যই হইল প্রস্তুত (এই মনে সুখ মালা)

প্রত্যহ সাঁঝে (সন্ধি সম) হত চোখাচোখি,
হাস্য আনন; যুগল ওষ্ঠে, রোমাঞ্চকর উঁকি ৷
ভাবনা ছিল অনন্তর, তার ভাবনা ময়,
নির্ত্তিধা হয়ে বাঁচব দু’জন হবে না পরাজয় ৷

গদ্যে ছিল বিষ্ফার কাব্য, অধরে তেজহীন,
নব স্নান হইল বেষ্টন বেদনা বিহীন ৷
-দিব্যি মনে রুজুর প্রীতি বলিলো আমায়;
যুগল ণেত্র রেখে স্মরি অ’কৃত্রিম প্রেমময় ৷

—ভাবিয়া আমি তাহারি কথা, যামিনি করিনু পার,
ভাবিলাম আমি প্রেমের টানে পিছু ফিরবে আবার ৷
সেতো চলে গেল আমায় আঘাত করে,
সিমাহীন দুঃখ ব্যাথার ভাড় দিয়ে অন্তরে ৷
ভাবিনি কখনো নিয়তি মাঝে আসিবে প্লাবন,
অথৈ ধারাপাত নির্ঘুম নায়ের হবো দু'জন ৷
সবই ছিল তোমার মনে, অবিশ্রান্ত বিষ,
নিলাজ মন গড়িলা তুমি, তীক্ষ্ণ হারা নীচ!

জানিনা কেন স্বপ্নের ভাড় হইল সমাধিত,
এভাবে যে হইবে পর; আগেতো বলিত!
-অন্তিম বাগ হইল আমার সমাধি বেণুবন,
নওল কিছু ছিলনা আমার! প্রাপ্তি অন্যজন ৷
পরিণতি এটাই ছিল অলিক ঘিড়িয়া আঁকা,
অভিসারিণী অন্যের হয়ে থাকো সুখে মাখা…

৮ ই আশ্বিন ১৪১৭ বঙ্গাব্দ মগবাজার ঢাকা ৷
কৃতজ্ঞতায়ঃ কামাল আহমেদ বাগী

শব্দার্থঃ রিক্ত-শূণ্য/খালি ৷ আঙিনা-উঠান ৷ নিথর-নিরব (একাকী অর্থে) ৷ কোলাহল-জাকজমকপূর্ণ ৷ প্রণয়-প্রেম (আবেদন অর্থে) ৷ প্রীতি-প্রেম ৷ বৃতি-বরণ ৷ গদ্যে-মুখের ভাষায় ৷