পিডিএফ বুকঃ | সাত যুবকের গল্প |
লেখকঃ | সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী |
প্রকাশনাঃ | মাকতাবাতুল আখতার |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
সাত যুবকের গল্প বইয়ের সরাসরি পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, আপনি চাইলে অনলাইনেও পড়তে পারেন ৷ বইটি ডাউনলোড করতে সমস্যা হলে, দয়া করে জানাবেন ৷
সাত যুবকের গল্প একগুচ্ছ রচনার গ্রন্থিত রূপ, রচনাগুলো পৃথিবীখ্যাত মনীষী মাওলানা "সাইয়্যেদ আবুল হাসান আলী নদভীর” ৷ বিভিন্ন শিরোনামে রচিত সবগুলো রচনাতেই উম্মতের প্রতি তার তরঙ্গায়িত দরদ লক্ষণীয় ৷
মুসলিম উম্মাহর অতীত ঐতিহ্য আর শাশ্বত বৈশিষ্ট্যের চলমান লয় ও পতন, তার হৃদয়ে যে যন্ত্রণার সৃষ্টি করেছে তার রচনায় তাই ঝরে পড়েছে এক দরদী অভিভাবকের ভাষায় ৷ উম্মাহর এই ভয়ানক দুর্দিনে তিনি সবিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন পৃথিবীময় সচেতন ঈমানদার প্রাজ্ঞ আলিম সমাজের ৷ অতীত ঐতিহ্য ও গৌরবোজ্জল ইতিহাস তুলে ধরে, তিনি এ কালের যুবসমাজকে চাঙ্গা করে তুলতে চেয়েছেন ঈমানী রসে বিশ্বাসিক চেতনায় ৷
তাই লেখা গুলো সব শ্রেণীর পাঠকের জন্য লেখা হলেও যুব সমাজের প্রতি লেখক বিশ্বাস পক্ষপাত এড়িয়ে যাওয়ার মতো নয় ৷ আমাদের সাংস্কৃতিক স্বতন্ত্র গৌরবের আদর্শিক বৈশিষ্ট্য শাশ্বত কর্তব্য ও বিজয়ের আসমানী অঙ্গীকার রচনাগুলোতে শক্তিমান ভঙ্গিতে বাঙময় ।