পিডিএফ বুকঃ | সহীহ্ বুখারী শরীফ |
লেখকঃ | ইবনে ইসমাইল আল বোখারী (রহ,) |
প্রকাশনাঃ | ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
সহীহ্ বুখারী শরীফ ১-১০ম খন্ড সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড বা আলাদা-আলাদা খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
বুখারী শরীফ নামে খ্যাত হাদিস গ্রন্থটির মূল নাম হচ্ছে 'আল জামেউল মুসনাদুস সহীহ্ আল-মুখতাসার মিন সুনানে রাসূলিল্লাহেসসাল্লাল্লাহু আলাইহে ওয়াসসাল্লাম ওয়া আইয়্যামিহি ৷' হিজরী তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে এই হাদীস গ্রন্থটি যিনি সংকলন করেছেন, তার নাম 'আবূ আব্দুল্লাহ্ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বোখারী ৷'
মুসলিম পন্ডিত বলেছেন, পবিত্র কুরআনের পর সবচাইতে গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে এই বুখারী শরীফ ৷ ৭ম হিজরী শতাব্দীর বিখ্যাত আলিম ইবনে তাইমিয়া বলেছেন, আকাশের নিচে এবং মাটির উপরে ইমাম বুখারীর চাইতে বড় কোন মুহাদ্দিসের জন্ম হয়নি ৷ কাজাকিস্তানের বুখারা অঞ্চলে জন্মলাভ করা এই ইমাম সত্যিই অতুলনীয় ৷
আরও ইসলামিক বই পিডিএফ কুরআন মহাবিশ্ব মূলতত্ত্ব - মুহাম্মাদ আনওয়ার হুসাইন: quran mohabissho multotto পিডিএফ ডাউনলোড কোরআনের সংক্ষিপ্ত আলোচনা - সাইয়েদ কুতুব শহীদ: qoraner sonkhipto alocona pdf আল্লাহর অতিথি - নাজমা ফেরদৌসী: allahr othiti islami book pdf downloadতিনি সহীহ্ হাদিস সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে বহু দুর্গম পথ পাড়ি দিয়ে অমানুষিক কষ্ট স্বীকার করে, সনদ সহ প্রায় ৬ (ছয়) লক্ষ হাদিস সংগ্রহ করেন এবং দীর্ঘ ১৬ বছর মহানবী (স,)-এর রাওজায়ে আকদাসের পাশে বসে প্রতিটি হাদিস গ্রন্থিত করার পূর্বে মোরাকাবার মাধ্যমে মহানবী (স,)-এর সম্মতি লাভ করতেন ৷
এভাবে তিনি প্রায় ৭ হাজার হাদিস চয়ন করে এই 'জামে সহীহ্' সংকলনটি চূড়ান্ত করেন ৷ তার বিস্ময়কর স্মরণশক্তি, অগাধ পাণ্ডিত্য ও সুগভীর আন্তরিকতা থাকার কারণে তিনি এই অসাধারণ কাজটি সম্পন্ন করতে পেরেছেন ৷ মুসলিম বিশ্বের এমন কোন জ্ঞান গবেষণার দিক নেই যেখানে এই গ্রন্থটির ব্যবহার নেই ৷