পিডিএফ বুকঃ | আবূ দাউদ শরীফ |
সংকলকঃ | ইমাম আবূ দাউদ (র,) |
প্রকাশনাঃ | ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
আবূ দাউদ শরীফ ১-৫ খন্ড সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড বা আলাদা-আলাদা খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
হাদীস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস ৷ কুরআন মজীদের পরই হাদীসের স্থান । হাদিস সংকলনের ইতিহাসে যতগুলো গ্রন্থ সংকলিত হয়েছে তন্মধ্যে সিহাহ্ সিত্তাহ্ভূক্ত হাদীস গ্রন্থগুলোর স্থান শীর্ষে ৷ এগুলোর প্রতিটিরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য ৷ এসব বৈশিষ্ট্যের কারণেই এগুলো মুসলিম উম্মাহর কাছে স্ব-স্ব মর্যাদায় সমাদৃত ৷ সিহাহ্ সিত্তাহ্ভুক্ত হাদীস গ্রন্থের একটি মশহুর সংকলন হচ্ছে 'সুনানে আবূ দাউদ' ৷ এটির সংকলক ইমাম আবূ দাউদ সুলায়মান ইবনুল আশ'আস আস সিজিস্তানী (র,) ৷ তার জন্ম ২০২ হিজরী সনে ৷ ২৭৫ সনে ৷
সিহাহ্ সিত্তাহ্ হাদীস গ্রন্থসমূহের মধ্যে আবূ দাউদ শরীফের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এ গ্রন্থে সংকলিত সমস্ত হাদীসই আহ্কাম সম্পর্কিত এবং ফিকাহ্ শাস্ত্রের রীতি অনুযায়ী সন্নিবেশিত ৷ এ গ্রন্থের প্রতিটি অধ্যায় ফিকাহর দৃষ্টিতে নির্ধারণ করা হয়েছে । ফলে এ সংকলনটি ফিকাহ্বিদদের নিকট খুবই সমাদৃত ৷ মতনের (Text) দিক থেকেও এটি একটি পূর্ণাঙ্গ গ্রন্থ ৷ এতে একই অর্থবোধক বিভিন্ন মতনের হাদীসকে এমনভাবে বিন্যাস করা হয়েছে, যাতে মতনের ভাষা সহজেই পাঠকের নিকট পরিস্ফুট হয়ে ওঠে ৷ এ গ্রন্থে ইমাম আবূ দাউদ (ৱ,) তার সংগ্রহীত পাঁচ লাখ হাদীস থেকে যাচাই-বাছাই করে মাত্র চার হাজার আটশ হাদীস অন্তর্ভুক্ত করেছেন ৷ কলেবর বৃদ্ধির আশঙ্কায় গ্রন্থটিতে হাদিসের পুনরুল্লেখ হয়েছে খুবই কম ৷
তাছাড়া সংকলিত কোন হাদিসে ত্রুটি পরিলক্ষিত হলে তাও তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন ৷ হাদীস সংকলনের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি হাদীসের বিস্তারিত টীকা লিখেন ৷ এসব অনন্য বৈশিষ্ট্যের কারণে ইলমে হাদীসের জগতে সুনানু আবূ দাউদের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম ৷