আরব কন্যার আর্তনাদ pdf ৷ আলতামাস ৷ বাগী কুঞ্জালয় পাঠাগার ৷

আরব কন্যার আর্তনাদ
পিডিএফ বুকঃ আরব কন্যার আর্তনাদ
সংকলকঃ এনায়েতউল্লাহ আলতামাস
প্রকাশনাঃ আকিক পাবলিকেশন্স
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
আরব কন্যার আর্তনাদ সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড বা আলাদা-আলাদা খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
আরব কন্যার আর্তনাদ বঙ্গানুবাদ সম্পর্কে

সিন্ধু বিজয়ী মুহাম্মদ বিন কাসিম-এর নাম জানে না এমন শিক্ষিত লোক কমই রয়েছেন ৷ ইতিহাসের পাঠক মাত্রই এই মহানায়কের সাথে কমবেশি পরিচিত ৷

পরিতাপের বিষয় হলো, সতের বছর বয়সি অনন্য এই মহানায়কের কীর্তি-কর্ম, বৈশিষ্ট্য, গুণাবলী এবং তার ভারত অভিযানের প্রেক্ষিত- প্রেক্ষাপটের প্রকৃত চিত্র না আছে একক কোন ইতিহাস গ্রন্থে, না আছে উপন্যাসে ৷
উপন্যাস ও গল্প লেখকগন প্রধান কয়েকটি চরিত্র, বিশেষ স্থান, ক্ষেত্র ও ঘটনার উল্লেখ করে গল্পকে হৃদয়গ্রাহী করার জন্য যতটুকু নাট্যরূপ দেয়ার দরকার তাই করেছেন ৷ ইতিহাস ও চরিত্রের বস্তুনিষ্ঠতা অক্ষুন্ন রাখার প্রতি মোটেও মনোযোগী হননি ৷ যার ফলে বাংলা ভাষায় মুহাম্মদ বিন কাসিম ভারতীয় ভূখণ্ডে প্রথম বিজয়ী মুসলিম সেনাপতি পরিচয়ে পরিচিত হয়েছেন ৷ তার প্রধান প্রতিপক্ষ তৎকালীন সিন্ধু রাজা দাহির ও প্রাসঙ্গিক বিষয়াদির প্রকৃত চিত্র এসব রচনায় ফুটে ওঠেনি ৷
ইতিহাস গবেষক শিকড় সন্ধানী ঔপন্যাসিক এনায়েতুল্লাহ আলতামাশ পূর্বাপর সকল ঐতিহাসিকদের বিশুদ্ধ রচনাবলী মন্থন করে মুহাম্মদ বিন কাসিম-এর জীবনকে কেন্দ্র করে বস্তুনিষ্ঠ ইতিহাসভিত্তিক যে রচনাটি উপস্থাপন করেন এর নাম ‘সিতাঁরা জো টোট গায়া’ ৷

বাংলা ভাষাভাষী পাঠককুল বিশেষ করে উপন্যাস ও গল্পপ্রেমী নবীনদেরকে ইতিহাস ঐতিহ্যের প্রতি আকৃষ্ট করার জন্য বস্তুনিষ্ঠতার বিচারে মনোত্তীর্ণ এ গ্রন্থটি পেয়েই অনুবাদের কাজ শুরু করি বন্ধুবর আরিফ ভাই-এর আগ্রহ ও অনুরোধে শত ব্যস্ততার মাঝেও আগাগোড়া সবটুকু পাণ্ডুলিপি নতুন করে দেখে দিকে হয়েছে ৷

এ উপন্যাস আপনাকে নিয়ে যাবে প্রায় তেরশো বছর আগের ঝঞ্ঝা-বিক্ষুব্ধ আরব সাগরের তীরবর্তী সিন্ধু অববাহিকায়, বসরা, বাগদাদ ও ইরাকে ৷ আপনার চোখে ভেসে উঠবে সেসময়কার ইরাক, ভারতের হিন্দু রাজাদের শঠতা, পুরোহিতদের মুসলিম বিদ্বেষী আর মুসলিম মুজাহিদদের আত্মত্যাগের মূর্তিমান চিত্র ৷
পৌত্তলিকতার নর্দমায় নিমজ্জিত বাঙালি মুসলিমদের ঘুণেধরা চেতনায় ক্ষণিকের জন্য হলেও ঝিলিক দেবে ঈমানের জ্যোতি ৷ কুফরীর সাথে বাঙালি মুসলিমদের অনাহুত মিতালীর প্রশ্নে একটু হলেও সম্বিত ফেরাবে ৷