পিডিএফ বুকঃ | আরব কন্যার আর্তনাদ |
সংকলকঃ | এনায়েতউল্লাহ আলতামাস |
প্রকাশনাঃ | আকিক পাবলিকেশন্স |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
আরব কন্যার আর্তনাদ সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড বা আলাদা-আলাদা খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
সিন্ধু বিজয়ী মুহাম্মদ বিন কাসিম-এর নাম জানে না এমন শিক্ষিত লোক কমই রয়েছেন ৷ ইতিহাসের পাঠক মাত্রই এই মহানায়কের সাথে কমবেশি পরিচিত ৷
পরিতাপের বিষয় হলো, সতের বছর বয়সি অনন্য এই মহানায়কের কীর্তি-কর্ম, বৈশিষ্ট্য, গুণাবলী এবং তার ভারত অভিযানের প্রেক্ষিত- প্রেক্ষাপটের প্রকৃত চিত্র না আছে একক কোন ইতিহাস গ্রন্থে, না আছে উপন্যাসে ৷
উপন্যাস ও গল্প লেখকগন প্রধান কয়েকটি চরিত্র, বিশেষ স্থান, ক্ষেত্র ও ঘটনার উল্লেখ করে গল্পকে হৃদয়গ্রাহী করার জন্য যতটুকু নাট্যরূপ দেয়ার দরকার তাই করেছেন ৷ ইতিহাস ও চরিত্রের বস্তুনিষ্ঠতা অক্ষুন্ন রাখার প্রতি মোটেও মনোযোগী হননি ৷ যার ফলে বাংলা ভাষায় মুহাম্মদ বিন কাসিম ভারতীয় ভূখণ্ডে প্রথম বিজয়ী মুসলিম সেনাপতি পরিচয়ে পরিচিত হয়েছেন ৷ তার প্রধান প্রতিপক্ষ তৎকালীন সিন্ধু রাজা দাহির ও প্রাসঙ্গিক বিষয়াদির প্রকৃত চিত্র এসব রচনায় ফুটে ওঠেনি ৷
ইতিহাস গবেষক শিকড় সন্ধানী ঔপন্যাসিক এনায়েতুল্লাহ আলতামাশ পূর্বাপর সকল ঐতিহাসিকদের বিশুদ্ধ রচনাবলী মন্থন করে মুহাম্মদ বিন কাসিম-এর জীবনকে কেন্দ্র করে বস্তুনিষ্ঠ ইতিহাসভিত্তিক যে রচনাটি উপস্থাপন করেন এর নাম ‘সিতাঁরা জো টোট গায়া’ ৷
বাংলা ভাষাভাষী পাঠককুল বিশেষ করে উপন্যাস ও গল্পপ্রেমী নবীনদেরকে ইতিহাস ঐতিহ্যের প্রতি আকৃষ্ট করার জন্য বস্তুনিষ্ঠতার বিচারে মনোত্তীর্ণ এ গ্রন্থটি পেয়েই অনুবাদের কাজ শুরু করি বন্ধুবর আরিফ ভাই-এর আগ্রহ ও অনুরোধে শত ব্যস্ততার মাঝেও আগাগোড়া সবটুকু পাণ্ডুলিপি নতুন করে দেখে দিকে হয়েছে ৷
এ উপন্যাস আপনাকে নিয়ে যাবে প্রায় তেরশো বছর আগের ঝঞ্ঝা-বিক্ষুব্ধ আরব সাগরের তীরবর্তী সিন্ধু অববাহিকায়, বসরা, বাগদাদ ও ইরাকে ৷ আপনার চোখে ভেসে উঠবে সেসময়কার ইরাক, ভারতের হিন্দু রাজাদের শঠতা, পুরোহিতদের মুসলিম বিদ্বেষী আর মুসলিম মুজাহিদদের আত্মত্যাগের মূর্তিমান চিত্র ৷
পৌত্তলিকতার নর্দমায় নিমজ্জিত বাঙালি মুসলিমদের ঘুণেধরা চেতনায় ক্ষণিকের জন্য হলেও ঝিলিক দেবে ঈমানের জ্যোতি ৷ কুফরীর সাথে বাঙালি মুসলিমদের অনাহুত মিতালীর প্রশ্নে একটু হলেও সম্বিত ফেরাবে ৷