পিডিএফ বুকঃ | স্পেনের রুপসী কন্যা |
লেখকঃ | এনায়েতউল্লাহ আলতামাস |
প্রকাশনীঃ | মাকতাবাতুত তাকওয়া |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
স্পেনের রুপসী কন্যা সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড বা আলাদা-আলাদা খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
সেই সময় ছিল মুসলিম ইতিহাসের স্বর্ণযুগ, যে সময় চাঁদ-তারা খচিত পতাকা বর্তমান স্পেনে উড্ডীন ছিল ৷ সেই স্বর্ণযুগের স্মৃতি এখনও কালের সাক্ষী হয়ে অম্লান রয়েছে কর্ডোভার জামে মসজিদ ও আল-হামরা প্রাসাদের অস্তিত্বে ৷ স্পেনের মাতৃভাষায় বহু আরবি শব্দমালাও মুসলিম ইতিহাসের চিহ্ন বহন করছে ৷
বিকৃতভাবে হলেও বহু জায়গা ও স্থাপনার আরবী নাম এখনও বহন করছে বিজয়ী মুসলমানদের কীর্তিগাঁথা ৷ জাবালে তারেক জিব্রাল্টা নাম ধারণ করেও সেই স্পেন বিজয়ী তারেকের কথাই স্মরণ করিয়ে দেয় ৷
স্পেনের কথা উচ্চারিত হলেই সামনে চলে আসে সেইসব বীর যোদ্ধাদের কথা—যারা দামেস্ক থেকে স্পেনের উপকূলে অবতরণ করে সবগুলো জাহাজে অগ্নিসংযোগ করে ফেরার প্রত্যাশাযান পুড়িয়ে দিয়েছিলেন ৷ তাদের পিছনে ছিল সীমাহীন সাগরের অথৈ পানি সামনে প্রবল শত্রু ৷ নিজ দেশ থেকে বিশাল সাগরের ওপারে, প্রবল শত্রুদের পরাজিত করে বিজয় অর্জন ছাড়া তাদের কোন বিকল্প ছিল না ৷ প্রচন্ড আত্মবল, অবিচল আস্থা, সাহসিকতা ও লক্ষ্য অর্জনে আত্ন্যোৎসর্গিত হওয়ার ফলে তারা সে সময় একের পর এক শহর প্রধানত পরে খ্রিস্টান ইউরোপের বুকে ইসলামের ঝান্ডা উড়িয়েছিলেন ৷
তারেক-মূসার সেই বিজয় ইতিহাস প্রবল ঈমান, আত্মবিশ্বাস, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগের স্বর্ণোজ্জ্বল ইতিহাস ৷ মানবেতিহাসে যার কোন দৃষ্টান্ত নেই ৷
তারেক-মূসার পর তাদের উত্তরসূরীরা তাদের পদাঙ্ক অনুসরণ করে স্পেন শাসন করেছিলেন ৷ যতদিন শাসকগণ তারেক-মূসার পদাঙ্ক অনুসরণ করেছিলেন, ইসলামের আদর্শের উপর দৃঢ়পদ ছিলেন ততদিন মুসলিম স্পেনের সীমানা বাড়ছিল ৷ মুসলমান শাসকগণ এক পর্যায়ে মুসলিম স্পেনের সীমানাকে বর্তমান প্যারিস পর্যন্তও নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন ৷
কিন্তু পরবর্তীতে স্পেনে মুসলিম শাসকগন নিজেদেরকে সেবকের বদলে শাসক ভাবতে শুরু করে তখন থেকেই শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র ও চিরশত্রু ইহুদী দুশমনদের চতুর্মুখী চক্রান্ত ৷
শাসকদের বিলাসিতা ইসলামের অনুশাসন থেকে শাসকদের বিচ্যুতির চিরশত্রুদের অনুপ্রবেশের পথ করে দেয়, নিজেদের মধ্যেও দেখা দেয় বিচ্ছিন্নতা ৷ ধীরে-ধীরে মুসলিম স্পেন দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে ৷
এই প্রস্তাকে আমরা স্পেনের শাসক দ্বিতীয় আব্দুর রহমানের শাসনামলের কয়েকটি খণ্ডচিত্র অবলম্বনে পতনোন্মুখ স্পেনের মূল উপাদানগুলোকে ভাষা দিতে চেষ্টা করেছি ৷ আলতামাশ নতুন ও পুরাতন নির্ভরযোগ্য ইতিহাস ঘেঁটে আব্দুর রহমানের শাসনামলের উল্লেখযোগ্য কয়েকটি চরিত্রের প্রকৃত অবস্থা তুলে ধরার চেষ্টা করেছেন ৷
ইসলাম বিবর্জিত নারী, মুসলিম শাসকের নারীলোভ ও ইসলামের অনুশাসন থেকে বিচ্যুতি যে কিভাবে ধ্বংস ও পতন ডেকে আনে, তা সুন্দর ও আকর্ষণীয় করে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে এই পুস্তকে ৷ দেখানো হয়েছে, অসতর্ক, অবহেলার সুযোগে মুসলমানদের ঘর ও মুসলমানের সন্তানরাও কতটা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে, কতো লজ্জাষ্কর পরিণতির কারণ হতে পারে ৷
এই পুস্তকে ওটিও উঠে এসেছে যে, প্রশাসনের এক দল নিষ্ঠাবান লোকের সীমাহীন আত্নত্যাগ, নির্লোভ নিরহংকার জীবনাচার অবশ্যম্ভাবী পতনের চোরাবালি থেকেও জাতি ও রাষ্ট্রকে রক্ষা করতে পেরেছিল ৷
শিকড় সন্ধানী ঔপন্যাসিক এনায়েতুল্লাহ আলতামাশ উচিত, 'উন্দলূস কি নাগিন’ অবলম্বনে রূপান্তরিত এই পুস্তকটি অতীতের আয়নায় বর্তমানের চিত্রকে পর্যালোচনা করার কি যথার্থ আয়না বলা যেতে পারে ৷ আজো আমাদের সমাজ ও জাতির দুর্ভাগ্য, দুর্ভাবনা ও সংকটের প্রধান কারণ শাসকশ্রেণীর আদর্শ বিচ্যুতি এবং চিরশত্রুদের সাথে ক্ষমতায় টিকে থাকার জন্যে গড়ে তোলা সখ্যতা ৷
মুসলিম উম্মাহ যতদিন পর্যন্ত বিলাসী রাজন্যবর্ ক্ষমতালোভী রাজনৈতিক, স্বার্থপর আমলা শ্রেণীর কবলমুক্ত না হবে ততদিন বিজাতীয় শত্রুদের হাতে নিগৃহীত হতেই থাকবে ৷
একবিংশ শতাব্দী এই পরিবর্তিত পরিস্থিতিতে এ কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে, আজ সারা বিশ্বের অমুসলিম এক ও অভিন্ন আর মুসলমানরা শতভাগ বিচ্ছিন্ন এমতাবস্থায় জাতির খুব প্রয়োজন আব্দুল করীম ও উবায়দুল্লাহর মতো নিষ্ঠাবান সৎ ও সাহসী নেতা ৷ যারা পতনের বেলাভূমি থেকে দেশে-দেশে ঘুমন্ত মুসলিম উম্মাহর চেতনাকে জাগিয়ে নবোদ্যমে জাতি গড়ার জন্যে আত্মোৎসর্গ করবে ৷ তবেই উম্মাহর ভাগ্যাকাশে কালো মেঘ বিদূরিত হয়ে দেখা দেবে প্রভাতের সোনালী সূর্য ৷
প্রবীণা যদি তাদের উপলব্ধিকে এই বই পাঠ করে কিছুটা শানিত করতে পারেন এবং নবীনরা হন ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে সতর্ক, তাহলে আমাদের আয়োজন সার্থক হবে ৷