স্পেনের রুপসী কন্যা ১-২ খন্ড pdf ৷ আলতামাস ৷ বাগী কুঞ্জালয় পাঠাগার ৷

স্পেনের রুপসী কন্যা
পিডিএফ বুকঃ স্পেনের রুপসী কন্যা
লেখকঃ এনায়েতউল্লাহ আলতামাস
প্রকাশনীঃ মাকতাবাতুত তাকওয়া
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
স্পেনের রুপসী কন্যা সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড বা আলাদা-আলাদা খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
স্পেনের রুপসী কন্যা বঙ্গানুবাদ সম্পর্কে

সেই সময় ছিল মুসলিম ইতিহাসের স্বর্ণযুগ, যে সময় চাঁদ-তারা খচিত পতাকা বর্তমান স্পেনে উড্ডীন ছিল ৷ সেই স্বর্ণযুগের স্মৃতি এখনও কালের সাক্ষী হয়ে অম্লান রয়েছে কর্ডোভার জামে মসজিদ ও আল-হামরা প্রাসাদের অস্তিত্বে ৷ স্পেনের মাতৃভাষায় বহু আরবি শব্দমালাও মুসলিম ইতিহাসের চিহ্ন বহন করছে ৷

বিকৃতভাবে হলেও বহু জায়গা ও স্থাপনার আরবী নাম এখনও বহন করছে বিজয়ী মুসলমানদের কীর্তিগাঁথা ৷ জাবালে তারেক জিব্রাল্টা নাম ধারণ করেও সেই স্পেন বিজয়ী তারেকের কথাই স্মরণ করিয়ে দেয় ৷

স্পেনের কথা উচ্চারিত হলেই সামনে চলে আসে সেইসব বীর যোদ্ধাদের কথা—যারা দামেস্ক থেকে স্পেনের উপকূলে অবতরণ করে সবগুলো জাহাজে অগ্নিসংযোগ করে ফেরার প্রত্যাশাযান পুড়িয়ে দিয়েছিলেন ৷ তাদের পিছনে ছিল সীমাহীন সাগরের অথৈ পানি সামনে প্রবল শত্রু ৷ নিজ দেশ থেকে বিশাল সাগরের ওপারে, প্রবল শত্রুদের পরাজিত করে বিজয় অর্জন ছাড়া তাদের কোন বিকল্প ছিল না ৷ প্রচন্ড আত্মবল, অবিচল আস্থা, সাহসিকতা ও লক্ষ্য অর্জনে আত্ন্যোৎসর্গিত হওয়ার ফলে তারা সে সময় একের পর এক শহর প্রধানত পরে খ্রিস্টান ইউরোপের বুকে ইসলামের ঝান্ডা উড়িয়েছিলেন ৷
তারেক-মূসার সেই বিজয় ইতিহাস প্রবল ঈমান, আত্মবিশ্বাস, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগের স্বর্ণোজ্জ্বল ইতিহাস ৷ মানবেতিহাসে যার কোন দৃষ্টান্ত নেই ৷

তারেক-মূসার পর তাদের উত্তরসূরীরা তাদের পদাঙ্ক অনুসরণ করে স্পেন শাসন করেছিলেন ৷ যতদিন শাসকগণ তারেক-মূসার পদাঙ্ক অনুসরণ করেছিলেন, ইসলামের আদর্শের উপর দৃঢ়পদ ছিলেন ততদিন মুসলিম স্পেনের সীমানা বাড়ছিল ৷ মুসলমান শাসকগণ এক পর্যায়ে মুসলিম স্পেনের সীমানাকে বর্তমান প্যারিস পর্যন্তও নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন ৷

কিন্তু পরবর্তীতে স্পেনে মুসলিম শাসকগন নিজেদেরকে সেবকের বদলে শাসক ভাবতে শুরু করে তখন থেকেই শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র ও চিরশত্রু ইহুদী দুশমনদের চতুর্মুখী চক্রান্ত ৷

শাসকদের বিলাসিতা ইসলামের অনুশাসন থেকে শাসকদের বিচ্যুতির চিরশত্রুদের অনুপ্রবেশের পথ করে দেয়, নিজেদের মধ্যেও দেখা দেয় বিচ্ছিন্নতা ৷ ধীরে-ধীরে মুসলিম স্পেন দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে ৷

এই প্রস্তাকে আমরা স্পেনের শাসক দ্বিতীয় আব্দুর রহমানের শাসনামলের কয়েকটি খণ্ডচিত্র অবলম্বনে পতনোন্মুখ স্পেনের মূল উপাদানগুলোকে ভাষা দিতে চেষ্টা করেছি ৷ আলতামাশ নতুন ও পুরাতন নির্ভরযোগ্য ইতিহাস ঘেঁটে আব্দুর রহমানের শাসনামলের উল্লেখযোগ্য কয়েকটি চরিত্রের প্রকৃত অবস্থা তুলে ধরার চেষ্টা করেছেন ৷
ইসলাম বিবর্জিত নারী, মুসলিম শাসকের নারীলোভ ও ইসলামের অনুশাসন থেকে বিচ্যুতি যে কিভাবে ধ্বংস ও পতন ডেকে আনে, তা সুন্দর ও আকর্ষণীয় করে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে এই পুস্তকে ৷ দেখানো হয়েছে, অসতর্ক, অবহেলার সুযোগে মুসলমানদের ঘর ও মুসলমানের সন্তানরাও কতটা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে, কতো লজ্জাষ্কর পরিণতির কারণ হতে পারে ৷

এই পুস্তকে ওটিও উঠে এসেছে যে, প্রশাসনের এক দল নিষ্ঠাবান লোকের সীমাহীন আত্নত্যাগ, নির্লোভ নিরহংকার জীবনাচার অবশ্যম্ভাবী পতনের চোরাবালি থেকেও জাতি ও রাষ্ট্রকে রক্ষা করতে পেরেছিল ৷

শিকড় সন্ধানী ঔপন্যাসিক এনায়েতুল্লাহ আলতামাশ উচিত, 'উন্দলূস কি নাগিন’ অবলম্বনে রূপান্তরিত এই পুস্তকটি অতীতের আয়নায় বর্তমানের চিত্রকে পর্যালোচনা করার কি যথার্থ আয়না বলা যেতে পারে ৷ আজো আমাদের সমাজ ও জাতির দুর্ভাগ্য, দুর্ভাবনা ও সংকটের প্রধান কারণ শাসকশ্রেণীর আদর্শ বিচ্যুতি এবং চিরশত্রুদের সাথে ক্ষমতায় টিকে থাকার জন্যে গড়ে তোলা সখ্যতা ৷

মুসলিম উম্মাহ যতদিন পর্যন্ত বিলাসী রাজন্যবর্ ক্ষমতালোভী রাজনৈতিক, স্বার্থপর আমলা শ্রেণীর কবলমুক্ত না হবে ততদিন বিজাতীয় শত্রুদের হাতে নিগৃহীত হতেই থাকবে ৷

একবিংশ শতাব্দী এই পরিবর্তিত পরিস্থিতিতে এ কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে, আজ সারা বিশ্বের অমুসলিম এক ও অভিন্ন আর মুসলমানরা শতভাগ বিচ্ছিন্ন এমতাবস্থায় জাতির খুব প্রয়োজন আব্দুল করীম ও উবায়দুল্লাহর মতো নিষ্ঠাবান সৎ ও সাহসী নেতা ৷ যারা পতনের বেলাভূমি থেকে দেশে-দেশে ঘুমন্ত মুসলিম উম্মাহর চেতনাকে জাগিয়ে নবোদ্যমে জাতি গড়ার জন্যে আত্মোৎসর্গ করবে ৷ তবেই উম্মাহর ভাগ্যাকাশে কালো মেঘ বিদূরিত হয়ে দেখা দেবে প্রভাতের সোনালী সূর্য ৷

প্রবীণা যদি তাদের উপলব্ধিকে এই বই পাঠ করে কিছুটা শানিত করতে পারেন এবং নবীনরা হন ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে সতর্ক, তাহলে আমাদের আয়োজন সার্থক হবে ৷