পিডিএফ বুকঃ | আশরাফুল জওয়াব |
লেখকঃ | আশরাফ আলী থানভী (রহ,) |
প্রকাশনাঃ | ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
আশরাফুল জওয়াব সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
সৃষ্টিকুলের পালনকর্তা একমাত্র আল্লাহরই সকল প্রশংসা ৷ সাইযয়্যেদুল মুরসালীন হযরত মুহাম্মদ (স,)-এর উপর সালাম ও শান্তি বর্ষিত হোক ৷ ইসলাম জীবন-সমস্যার চিরন্তন সমাধান ৷ কিন্তু সূচনালগ্ন থেকেই নব উদ্ভাবিত স্পষ্ট কিংবা প্রচ্ছন্ন শিরক-বিদআত, অনৈসলামিক রেওয়াজ-প্রথা, যুগ-চাহিদা- প্রসূত সংশয়-সন্দেহ ইত্যাদির অবাঞ্ছিত প্রবাহ ইসলামের শাশ্বত মূল্যবোধে আঘাত হানার উলঙ্গ প্রয়াস চালিয়ে আসছে ৷
প্রতিটি যুগে ইসলামী চিন্তানায়ক ও হক্কানী আলিমগণের তীব্র প্রতিরোধের মুখে সেসব আঘাত নস্যাৎ হয়ে যায় ৷
উপমহাদেশের অবিসংবাদিত অগ্রনায়ক মুজাদ্দিদে যামান, হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী (র,) রচিত “আশরাফুল জওয়াব” শীর্ষক গ্রন্থটি সে জাতীয় প্রতিরোধেরই বাস্তব প্রয়াস ৷ এগুলো মূলত তার বিভিন্ন সময়ের ওয়াজ এবং তার প্রতি পাঠানো প্রশ্নাবলীর জবাবের সমষ্টিবিশেষ, যা পরে “আশরাফুল জওয়াব” শিরোনামে গ্রন্থাকারে প্রকাশ করা হয় ৷
এতে তিনি অনৈসলামিক রেওয়াজ-রীতি ও সংশয়-সন্দেহের চুলচেরা বিশ্লেষণ করত ইসলামসম্মত বাস্তবধর্মী সমাধান নির্দেশ করেছেন যা আধুনিক যুগ-জিজ্ঞাসার চাহিদা পূরণে পুরোপুরি সক্ষম ৷
গ্রন্থটি বিভিন্ন দিক থেকে অনন্য বৈশিষ্ট্যের দাবিদার ৷ তন্মধ্যে যুক্তির বলিষ্ঠ প্রয়োগ, বিষয়বস্তুর সাবলীল পর্যালোচনা এবং উপমা-উৎপ্রেক্ষার সার্থক উপস্থাপনা বিশেষ উল্লেখযোগ্য ৷ ‘বর্তমান সামাজিক পরিবেশ ও আধুনিক যুগ-জিজ্ঞাসার প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গ্রন্থটির গুরুত্ব বিবেচনা করে একে তাদের বৃহত্তর অনুবাদ প্রকল্পের আওতায় নিয়ে আসে এবং আমার ওপর সে দায়িত্ব অর্পণ করে ৷ হাকীমুল উম্মতের উর্দু বইয়ের ভাষান্তর কর্ম আমার মতো অযোগ্যের জন্য দুঃসাহসিক চিন্তা ৷ তবে আল্লাহর অনুগ্রহ-ছোঁয়ায় ক্ষুদ্র কীটের পক্ষেও বিরাট খেদমত আঞ্জাম দেয়া কঠিন কিছুই না ৷ তাই একমাত্র আল্লাহর রহমতের ভরসা করেই আমি এ কাজে অগ্রসর হই ৷
বলা বাহুল্য, অনুবাদকর্মে আমি হযরত হাকীমুল উম্মতের বিষয়-বক্তব্য তারই ভঙ্গিতে পেশ করার চেষ্টা করেছি ৷ আমার বিশ্বাস—তার বলার ভঙ্গিই অন্তরকে প্রবল ঝাঁকুনি দেয় এবং তার প্রভাব বলয়ে মানুষের হৃদয়-মন দারুণ আকর্ষণ করে ৷ আলোচ্য গ্রন্থটির কোন কোন প্রসঙ্গ আমাদের বাংলাদেশী সমাজ-পরিবেশ পুরোপুরি মিল না-ও খেতে পারে ৷
আমি বাদ দেইনি দুই কারণেঃ
(ক) মূল গ্রন্থকারের বক্তব্যের প্রতিনিধিত্ব করাই অনুবাদকের দায়িত্ব,
(খ) বিষয়টি এমন মৌলিক নয় যে, এড়িয়ে যেতেই হবে ৷ এমন মানগত দিক থেকে এ অনুবাদকর্ম কোন পর্যায়ের, ভাষার দ্যোতনা ক্লান্তিকর কি-না সে কথা পাঠকের বিবেচ্য ৷ তবে আল্লাহর ফযলে আমি পূর্ণ আস্থাশীল যে, গ্রন্থের মূল আবেদনের সাথে অনুবাদের নিবিড় সম্পর্কের কোথাও বিচ্যুতি ঘটেনি ৷
এ অনুবাদকর্মে আমার প্রেরণার উৎস সাহিত্য জগতের অন্যতম দিশারী, মাসিক মদীনা সম্পাদক শ্রদ্ধেয় মাওলানা মুহিউদ্দীন খানের শুকরিয়া আদায় না করা অকৃতজ্ঞতার শামিল হবে ৷ এছাড়া সাইয়্যেদ জহীরুল হক জহীর সহ আরো অনেকের কাছ থেকে আমি উৎসাহ পেয়েছি ৷ তাদের সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ ৷
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গ্রন্থটি প্রকাশের উদ্যোগ নিয়ে লক্ষ-কোটি বাংলাভাষী মুসলমানের মনের চাহিদা পূরণ এবং সন্দেহ ও যুগ-জিজ্ঞাসার ঘূর্ণিপাকে বিভ্রান্ত মানুষকে আলোর সন্ধান দিয়েছে ৷ পরিশেষে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস বর্তমান নৈতিক অবক্ষয়ে দিকভ্রান্ত মানবতাকে আলোর ভুবনে পথ দেখাক, এর দুর্বার গতি প্রবাহে মুসলমানদের নির্জীব অন্তর জাগ্রত হয়ে উঠুক—রাব্বুল আলামীনের দরবারে এটাই সবিনয় মোনাজাত ৷ রাব্বুল আলামীন! একে তুমি সার্থক করে তোলো, আমাদের সবার পক্ষ থেকে একে নাজাতের উসীলা হিসেবে কবূল করে নাও ৷ আমীন, ইয়া রাব্বাল আলামীন!