খুন রাঙা পথ pdf ইসলামী উপন্যাস, নসীম হিজাযী ৷ বাগী কুঞ্জালয় পাঠাগার ৷

খুন রাঙা পথ
পিডিএফ বুকঃ খুন রাঙা পথ
লেখকঃ নসীম হিজাযী
প্রকাশনাঃ বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
খুন রাঙা পথ সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড বা আলাদা-আলাদা খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
খুন রাঙা পথ বঙ্গানুবাদ প্রসঙ্গে

গাছ যেমন শেকড় দিয়ে মাটি হতে খাদ্যসংগ্রহ করে, ঠিক তেমনি জাতি ইতিহাসের মাধ্যমে অতীত হতে জাতিসত্তার উপাদান সংগ্রহ করে ৷
মন্দস্বভাব যেমন মানুষকে বিপথগামী করে, ঠিক তেমনি ঐতিহ্যবিমুখতা জাতিকে বিভ্রান্ত করে ৷ পিতা-মাতা হতে বিচ্ছিন্ন একটা শিশু যেমন বে-ওয়ারিশ, ঠিক তেমনি ইতিহাস-ঐতিহ্য পরিচয়বিহীন একটি জাতীয়ও বে-ওয়ারিশ ৷ ঠিকানাবিহীন ভবঘুরে সংস্কৃতি দিয়ে ভিক্ষাবৃত্তি করা যায়, কল্যাণরাষ্ট্র সেখানে অলীক স্বপ্নমাত্র ৷
ইতিহাস থেকে মানুষ ঐতিহ্যের সন্ধান পায় ৷

ভাগ্যের নির্মম পরিহাস জাতি হিসেবে আজ আমরা এক নাজুক পরিস্থিতির শিকার ৷ অথচ আমাদের রয়েছে সংগ্রামী চেতনায় উজ্জ্বল গৌরবময় অতীত ৷
যেখান থেকে আমরা লাভ করতে পারি আমাদের জাতিসত্তা নির্মাণের মজবুত ভিত্তি, যেখান থেকে গড়ে তোলা যায় নৈতিকতা, মানুষের সুন্দর জীবন তোলার মহতী অঙ্গীকার ও উন্নত জাতি গড়ার আদর্শিক প্রেরণা ৷

“খুন রাঙা পথ” প্রখ্যাত ঐতিহাসিক নসীম হিজাযীর রচিত “মোয়াযযম আলী” উপন্যাসের বাংলা তরজমা নবাব আলীবর্দী খানের শাসনকালের বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উপন্যাসের কাহিনী শুরু ৷ পলাশী প্রান্তরে বাঙালি জাতির বিপর্যয়ের বস্তুনিষ্ঠ কাহিনী পুস্তকের খুবই তাৎপর্যপূর্ণ বিষয় ৷ নবাব সিরাজউদ্দৌলাকে নিজের জীবন দিয়ে পিতামহ নবাব আলীবর্দী খানের ভুলের মাশুল দিতে হয়েছে ৷

এগুলোকে লেখক অত্র উপন্যাসে সুন্দর ও সুচারুভাবে তুলে ধরেছেন ৷ বস্তুত লেখক ইতিহাসের প্রয়োজনে উপন্যাস রচনা করেছেন ৷ তাই ঐতিহাসিক সত্যকে বিকৃত করা হয়নি ৷ সু-লেখক সৈয়দ আব্দুল মান্নানের সার্থক অনুবাদগুণে পুস্তকটি বাংলাভাষী পাঠকদের হৃদয় জয় করে নিয়েছে ৷

১৯৬৪ সালে বাংলাদেশ কো-অপেরেটিভ বুক সোসাইটি লিঃ কতৃক পুস্তকটি সর্বপ্রথম প্রকাশিত হয় ৷ ইতিমধ্যে পুস্তকটির ৮ম সংস্করণ শেষ হয়েছে ৷ বর্তমানে ৯ম সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে ৷ উপন্যাসটি পাঠকদের কাছে উত্তরোত্তর সমাদৃত হচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস ৷